শাবান ১৪৩৯ হিঃ (৩/৪)

চতুর্থ সংখ্যা

প্রিয় পাঠক!

শেয়ার করুন:     
প্রিন্ট


প্রিয় পাঠক! তৃতীয় প্রকাশনার চতুর্থ সংখ্যা আপনার হাতে। আশা করি পুষ্পের প্রতিটি লেখা পড়ে পড়ে আপনি এ পর্যন্ত এসেছেন। আশা করি, প্রতিটি লেখার বার্তা ও পায়গাম আপনি অনুধাবন করেছেন। আশা করি, যে দরদ-ব্যথা নিয়ে লেখা হয়েছে তার চেয়ে গভীর দরদ-ব্যথা নিয়ে আপনি পড়েছেন। প্রার্থনা করি, প্রতিটি লেখার বার্তা ও শিক্ষা যেন আমাদের সবার জীবনে সমুজ্জ্বল ও সমুদ্ভাসিত হয়। আমাদের বড় দুর্বলতা এই যে, লিখি, কিন্তু দরদের সঙ্গে নয়; আমরা পড়ি, কিন্তু গ্রহণের আকুতি নিয়ে নয়। আল্লাহ আমাদের লেখককে দান করেন দরদে দিল!! আল্লাহ যেন আমাদের পাঠককে দান করেন শাওকে কবূল!! পুষ্পের চিন্তায়, চেতনায় আমরা যেন উজ্জীবিত হতে পারি! পুষ্পের শিক্ষায়, দীক্ষায় আমরা যেন পরিমার্জিত হতে পারি!! পুষ্পের পাপড়িতে পাপড়িতে আল্লাহ যেন আলো ও সুবাস দান করেন, আর আমাদের জীবন যেন সে সুবাসে সুবাসিত হয় এবং সে আলোতে হয় আলোকিত। পুষ্পের সঙ্গে আমরা যেন জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে পারি, আল্লাহ যেন আমাদের সে তাওফীক দান করেন, আমীন।এই শুভকামনা জানিয়ে প্রিয় পাঠক, এবারের মত বিদায়!! আপনি সুখে থাকুন, সত্যের পথে থাকুন, আলোর সঙ্গে থাকুন!! -আবু তাহের মিছবাহ

দুআর আবেদন

আমাদের মাদরাসার ষষ্ঠবর্ষের এক তালিবে ইলম, সম্প্রতি সড়কদুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে এখন হাসপাতালে শয্যাশায়ী। পুষ্পের সকল পাঠকের প্রতি দু‘আর আকুল আবেদন, আল্লাহ যেন তাকে পূর্ণ শিফা ও আরোগ্য দান করেন। তার সমানের জীবনকে আল্লাহ যেন সহজ করে দেন।

আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখেন, আমীন।
 

 

                    পুষ্পের সাথে  সর্বপ্রকার যোগাযোগ                   

                   জাওয়াল ঃ ০১৮৩১৯০৪৯১৭                 

 যোগাযোগের সময় ঃ আছরের পর থেকে রাত দশটা।
ই-মেইল  ঃ LAKHA@ALQUALAM.COM
 ওয়েবসাইট ঃ WWW.ALQUALAM.COM
                  লেখা পাঠাবার ঠিকানা ঃ মাসিক আল কলম(পুষ্প), মাদরাসাতুল মাদীনাহ, আশরাফাবাদ, কামরাঙ্গির চর, ঢাকা। ১২১১  

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা