মুহাররম ১৪৪৫ হিঃ

তোমাদের চিঠি / আমাদের পত্র

রসগোল্লা-চিঠি এবং চমচম-পত্র

শেয়ার করুন:     
প্রিন্ট

 ওমর ফারূক, কাশিফুল উলূম, মধুপুর, টাঙ্গাইল।

০ প্রতিদিন নিয়ত করি রোযনামচা লিখবো, কিন্তু লিখতে পারি না।

০০  বেরাদার, দিনের নিয়তে কাজ হয় না, রাতের নিয়ত হলো আসল! তাছাড়া নিয়ত করার পরে নাকে তেল দিলে নিয়তটা পোক্ত হয়। 

০ পরে চিন্তা করলাম, হাসে পাড়ে, মুরগীতে পাড়ে, তাহলে আমি পড়বো না কেন!

০০ তবে কিনা ঘোড়ায়ও পাড়ে ঘোড়ার ডিম।

 

সা‘আদ বিন হোসায়ন ছওতুল হেরা, নেত্রকোনা

০ সম্পাদক ভাইয়া, বাসায় আছেন! একটু আসুন। 

০০ দাঁড়াও, তালাশ করে দেখি, আমি কোথায় আছি!

০ দরজাটা খুলুন, আমি আপনার দরজার সামনে আছি।

০০ এই যা! ঘরের দরজাটা যেন কোনদিকে!

০ আমাকে চিনতে পেরেছেন.

০০ না তো, তুমি কার বাবা? তোমার ছেলের নাম কী?

০ অনেক আগে রসগোল্লার মত একটি পত্র দিয়েছিলাম..!

০০ আমি তো বাসি রসগোল্লা খাই না! তাজা রসগোল্লা পাঠাও।


ইমদাদুল হক ইরফান, শিকড় সাহিত্য মাহফিল, মোমেনশাহী

০ পুষ্প পেয়ে মনটা আনন্দে নেচে উঠেছিলো। 

০০ বুকের ভিতরেই, না বাইরে উঠানে। উঠানটা বাঁকা ছিলো না তো!

০ পুষ্পের প্রতি আমার ভীষণ রাগ। একটা লেখাও তো ছাপা হলো না পুষ্পের পাপড়িতে!০০ কেন, ছাপা হয়েছো তো! আমার হৃদয়পুষ্পের পাপাড়িতে!

 

আবূ নাঈম, জামেয়া হোসাইনিয়া, আরাবিয়া, মেলান্দ, জামালপুর

০ মানুষ স্বপ্ন দেখে। আমিও স্বপ্ন দেখি কলমকে নিয়ে। আমি বড় লেখক হবো, আমার কলম হবে বাতিলের বিরুদ্ধে শাণিত তরবারি! 

০০ এই রে, ভয় পেয়ে গেলাম যে!

০ কিন্তু সবার স্বপ্ন তো আলোর মুখ দেখতে পায় না!

০০ আলোর মুখ আছে জানতাম না তো!

 

রাইয়ান বিন আব্দুল গাফফার, মাদরাসাতুল মাদীনাহ, সপ্তম বর্ষ। 

০ বারবার পুষ্পের যাত্রা থেমে যাওয়াতে পাঠকের কষ্ট আপনি বোঝেন! 

০০ হয়ত! তুমি কি এই নিঃসঙ্গ বুড়ো মানুষটির কষ্ট বোঝো! তুমি কি আমাকে সঙ্গ দিতে পারো, যোগ্যতার সঙ্গে এবং বিশ^স্ততার সঙ্গে! নাকি ওড়াল দেয়ার জন্য এখনই ডানা মেলতে শুরু করেছো! এই যে ভালো ছেলে, রাগ করো কেন! খোঁচা দিয়েছো, খোঁচা খাবে না!

০ এরদোগানের বিজয়কে আপনি কি ইসলামের বিজয় মনে করেন!

০০ মুসলিমের বিজয় তো অবশ্যই!

০ তিনি কীভাবে সুইডেনের...

০০ বাচ্চা, বড় হও, তখন টের পাবে, কত ধানে কত চাল!

০ বর্তমান সরকারকে আপনি কি পছন্দ করেন!

০০ তেঁতুল পছন্দ করি, গ্রহণ করি না!

০ সরকার পরিবর্তন হলে আপনি খুশী হবেন।

০০ খুশী হবো যদি আমার ও তোমার মধ্যে পরিবর্তন আসে।

০ আলিম সমাজের জন্য আপনার পক্ষ হতে তখন কী উপহার থাকবে?

০০  ‘আল্লাহর রজ্জু...

০ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আপনি কার পক্ষে?

০০ ফিলিস্তীনের পক্ষে! (বুদ্ধিদীপ্ত প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তুমি এবারের অতিথি সম্পাদক!) 

 

মুহম্মদ ওয়াছিফ রঊফ, জামিয়া ইসলামিয়া পটিয়া

০ পুষ্পকে নিয়ে বৃষ্টিভেজা দিনটি বেশ উপভোগ করছি।

০০ পুষ্পকে ভিজিও না, সর্দিজ¦র হতে পারে।

০ আপনি কি ভিজবেন আমাদের সঙ্গে!

০০ এই বুড়ো বয়সে!

০ আম পাঠালাম, জাম পাঠালাম আর কী পাঠাবো বলুন!

০০ পুষ্পের জন্য লিচুর মত লোখা!

০ আচ্ছা, এই যে দৌড়ঝাঁপ, অমুক পৃষ্ঠা থেকে অমুক পৃষ্ঠা, তারপর তমুক পৃষ্ঠা থেকে চমুক পৃষ্ঠা, এর মানেটা কী!

০০ একটু ব্যায়াম হলো, স্বাস্থ্যের জন্য ভালো তো! দিন দিন তোমরা যা অলস হচ্ছো!

০ উত্তর দেবেন কিন্তু, নইলে... মানে নইলে রাগ করবো না!

০০ আচ্ছা রাগ করো না, আমি উত্তর দেবো না!

 

হাসিনা,  গোপালগঞ্জ

০ আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন, বলে ঠিক করেছেন! 

০০ আমি কি নামঠিকানা ঠিক ‘দেখতে পাইতেছি!’ 

০ আমি শুনেছি আপনি এরশাদকে ভোট দেবেন।

০০ কানটা যখন তোমার, যেভাবে ইচ্ছা এবং যা ইচ্ছা শুনতে পারো! তবে কানমলা খাওয়ার মত কিছু শুনতে না যাওয়াই বেহতর! 

 

মাহমূদ হাসান, মধুপুর, টাঙ্গাইল

০ বাংলাদেশের কোন এলাকায় আপনার জন্ম? কোন এলাকা আপনার বেশী পছন্দ? 

০০ প্রশ্ন কি একসঙ্গে দু’টো হয়ে গেলো না! যাক, আমার জন্ম বাংলাদেশের ঐ এলাকায় যেখানে রশমালাই এবং খাদিকাপড় পাওয়া যায়! তবে মুফতে নয়, ভালো পয়সা গুণতে হয়।

০০ পছন্দ আমার যেখানে বেশী মধু পাওয়া যায়! তা তোমরা কি শুধু নামেই মধুপুর! 

 

বাসন্তি রানী, ঝালোকাঠি

০ আমি হিন্দু মেয়ে, তবে পুষ্প পড়ি এবং খুব ভালোবাসি! আমি কি আপনার আসরে আসতে পারি!

০০ তুমি যদি আমার ‘বোন’ হতে পারো তাহলে অবশ্যই আসতে পারো! *

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা