শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

রজব ১৪৩০ হিঃ (১২) | রোযনামচার পাতা

আমি ত্যাগ করেছি

লিখেছেনঃ মোহম্মদ আবু নাঈম

১০ - ১১ - ২৯ হিঃ আজ কোরবানির দিন। আমি গরু বা ছাগল কোরবানি করতে পারিনি, তবে আমার একটি প্রিয় ইচ্ছা এবং একটি প্রিয় জিনিস কোরবানি করেছি, আল্লাহ যেন কবুল করেন। আমি মোবাইল ব্যবহার করতাম এবং এর ক্ষতি ও কুফলও বুঝতে পারতাম, কিন্তু চেষ্টা করেও ছাড়তে পারছিলাম না। একদিন আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য মাদরাসাতুল মাদীনায় গেলাম। দেখি, আদীব হুযুরের পক্ষ হতে একটি সর্তকবাণী দেয়ালে সাঁটা রয়েছে- ‘ছাত্র অবস্থায় মোবাইল ব্যবহার করার সর্বনিম্ন ক্ষতি এই যে, দিল থেকে ইলমের তলব দূর হয়ে যায়।’ এ সতর্কবাণী আমার দিলে বিরাট ধাক্কা দিলো। আমি তখনই প্রতিজ্ঞা করলাম, নাহ, আর কিছুতেই ছাত্রজীবনে মোবাইল ব্যবহার করবো না। তারপর থেকে আমি আমার দামী মোবাইলটি ত্যাগ করেছি। ফলে আল্লাহর রহমতে আমি লেখা-পড়ায় আগের চেয়ে অনেক বেশী একাগ্র হতে পেরেছি। তবে একটি বিষয় দেখে আমি খুব কষ্ট পেয়েছি। কিছু ছাত্র আদীব হুযুরের মাদরাসায় তাঁর ছায়ায় থেকেও মোবাইল ব্যবহার করে। দেখলেই বোঝা যায়, তারা লেখা-পড়ার ছাত্র না। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন, আমীন।