শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

রমযান ১৪৩০ হিঃ (১৩) | শেষের পাতা

এমন যেন না হয় আমাদের আমল

মানুষের স্বভাবই হলো নিজের দল, গোষ্ঠী ও পরিবারের পক্ষপাতিত্ব করা এবং ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা সর্ববিষয়ে তাকে সমর্থন করা। আরবজাহিলিয়াতের একটা প্রসিদ্ধ শ্লোগান ছিলো- ‘উনছুর আখাকা যালিমান আও মাযলূমান’। তোমার ভাইকে সাহায্য করো, সে যালিম হোক, বা মাযলূম। ইসলাম আরব জাতির চিন্তা-চেতনায় এমনই আমূল পরিবর্তন এনেছিলো যে, যে কোন মূল্যে তারা হক ও সত্যের পক্ষে দাঁড়াতো; এমনকি হকের বিপক্ষে তার নিজের বাবা অথবা সন্তানও যদি হতো। একবার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘উনছুর আখাকা যালিমান আও মাযলূমান’। ছাহাবা কেরাম তো অবাক! তারা আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ, মাযলূমের বিষয়টি তো বুঝলাম, কিন্তু যালিমের বিষয়টি কী? তিনি বললেন, যালিমকে যুলুম থেকে বিরত রাখবে; এটাই হলো তাকে সাহায্য করা।