শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

রমযান ১৪৩০ হিঃ (১৩) | তোমাদের পাতা

কলম আমার সঙ্গী

লিখেছেনঃ আনাস, মালিবাগ, ঢাকা

কিন্তু আমার জীবনে কোন নিঃসঙ্গতা নেই; আমার জীবনে কোন সঙ্গীর প্রয়োজন নেই। কারণ কলম আমার নিঃসঙ্গতার সঙ্গী। কলমের সঙ্গই আমার সব নিঃসঙ্গতা দূর করে দেয়। মনে যখন ব্যাথা জাগে, বিষণ্নতার কালো মেঘে যখন হৃদয়ের আকাশ ছেয়ে যায় তখন আমি কলম হাতে নেই, আর আমার মনের ব্যথা এবং হৃদয়ের বিষণ্নতাগুলো কলমের কালি হয়ে কাগজের পাতায় ঝরে পড়ে। কলম আমার না বলা কথাগুলো বলে আমাকে যেন ভারমুক্ত করে দেয়। তখন আমার মনে শান্তি আসে, হৃদয় প্রশান্ত হয়। ব্যথা-বেদনায় যখন আমি বিপর্যস্ত হয়ে পড়ি, কেউ আমাকে দেখে না, কেউ আমাকে বোঝে না, সবাই ব্যস্ত থাকে নিজেকে নিয়ে, কলম শুধু ব্যস্ত হয়ে পড়ে আমাকে নিয়ে। কলম আমার দিলের জখমে মরহম রেখে দেয়। আমাকে দোলা দেয় সুখের দোলনায়। কলমের কাছে আমার আর কিছু চাওয়া নেই, শুধু এই টুকু যে, সুখে-দুঃখে কলম যেন এমনি করে আমার সঙ্গী হয়ে থাকে। কলমের সঙ্গ থেকে কখনো যেন আমি বঞ্চিত না হই।