শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

রবিউল আউয়াল ১৪৪০হিঃ (৩/৭) | শেষের পাতা

সেই চেতনার জন্য

আমি বেঁচে থাকতে চাই একটি সন্তানের জন্য এবং তার মায়ের জন্য, যাদের দেখেছিলাম একদিন সাঁঝের বেলা। কত জীর্ণ ও বেদনাদীর্ণ ছিলো তাদের দেহ ও দেহের আবরণ!

আমি শুধু দাঁড়িয়ে থাকলাম, আর দেখলাম, সূর্যাস্তের মত অস্ত যাওয়া দৃশ্যটি! কেন যে একটু সম্বিত হলো না! একটু আশ্বাসের, একটি সমবেদনাজ্ঞাপনের সামর্থ্য কি আমার ছিলো না!! কিন্তু মানুষের ভাগ্য এভাবেই বুঝি মানুষের সঙ্গে লুকোচুরি খেলে যায় চিরকাল! আজো যখন মনে পড়ে লজ্জায়, অনুশোচনায় ভিতরটা আমার কেমন হয়ে যায়!

আমি বেঁচে থাকতে চাই এ আশায়, কখনো পথের কোন বাঁকে আবার যদি তাদের দেখা পাই! তত দিন কি বেঁচে থাকবো! কখনো কি তাদের দেখা পাবো! এমন কোন সন্তান এবং এমন কোন মায়ের দেখা তো পেতে পারি! তখন যেন আবার এ ভুল না করি। কিছু সময়ের জন্য হলেও কোন মা ও তার সন্তানের মুখে একটু হাসি যেন ফুটাতে পারি!

আমি বেচেঁ থাকতে চাই সেই ছেলেটির জন্য এবং তার মায়ের জন্য যেন প্রার্থনা করতে পারি! পৃথিবীর জনারণ্যে যেখানেই তারা ভেসে যায়, আকাশের ...!!