শিশু-কিশোর ও নবীনদের পত্রিকা

মাসিক আল-কলম-পুষ্প

মুহাররম ১৪৪৫ হিঃ | কিশোর পাতা

শুধু কান্না আছে...

মাদরাসাতুল মদীনায় যাবীহা সংগ্রহ চলছে। মাদানী মক্তবের শিশুরা যাবীহাগুলোর সঙ্গে বিভিন্ন রকম আনন্দ করছে। কেউ হাত বুলিয়ে আদর করছে, কেউ মুখে ঘাস তুলে দিচ্ছে। সবার চোখে মুখেই আনন্দের উচ্ছ্বাস।

তাদের দেখে আমার নিজের শৈশবের কথা মনে পড়ে গেলো। আমারও তো এমন সুন্দর একটি শৈশব ছিলো! সেখানে হাসি-কান্না ছিলো, নানা রকম আব্দার ছিলো, আর ছিলো ছোট ছোট স্বপ্ন। কিন্তু সময়ের স্রোতে সেগুলো কোথায় যেন হারিয়ে গিয়েছে। কারণ জীবন-নদীতে এখন বাস্তবতার জোয়ার আসতে শুরু করেছে।

এখন আমার জীবনে আর কোন হাসি নেই, শুধু কান্না আছে; আনন্দ নেই, শুধু বেদনা আছে। আর আছে জীবনের বাস্তবতার সঙ্গে হেরে যাওয়ার ভয়।

হামীম বিন নূরুল ইসলাম, মাদরাসাতুল মাদীনাহ্, ষষ্ঠ বর্ষ

০০ বাস্তবতার জোয়ার নাকি ভাটা! জোয়ার হলে তো স্বপ্নগুলো আরো বাড়বাড়ন্ত ও সজীব হওয়ার কথা! কথাগুলো তুমি কি বিশ্বাস থেকে লিখেছো? তোমার জীবনে আসলেই কি কোন হাসি নেই, কোন আনন্দ নেই, না-শোকরি হয়ে যায় না!

জীবনের বাস্তবতার সামনে হেরে যাওয়া ভয় যার আছে, তার জীবন যাপন যেমন হওয়ার কথা, তুমি কি তেমন জীবন যাপন করছো! আমার কথাগুলো চিন্তা করো।