রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯)

তোমাদের জন্য

ঝরা স্বপ্ন নতুন করে দেখছি

লিখেছেনঃ ফাহমীদা আক্তার,

শেয়ার করুন:     
প্রিন্ট

পুষ্পের সঙ্গে এই মাত্র সেদিন দেখা, তবে পুষ্পের প্রতি আমার ভালোবাসা বহুদিনের। যখন থেকে পুষ্পের নাম শুনেছি, পুষ্পের সান্নিধ্য লাভের জন্য মন আমার ব্যাকুল ছিলো। দিন-রাত শুধু ভাবতাম, কীভাবে আমি পাবো পুষ্পের দেখা! অসহায় এক মেয়ে আমি কী করতে পারি! একে বলি, ওকে ধরি, কিন্তু কারো যেন একটু দয়া হয় না। কীভাবে পুষ্পের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা যায় তাও জানি না। আমার মনে তখন কী যে কষ্ট ছিলো তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তারপর একসময় দীর্ঘ ও যন্ত্রণাদায়ক প্রতীক্ষার অবসান হলো এবং আমি পুষ্পের দেখা পেলাম। সেদিন আমি যে অপার্থিব আনন্দ লাভ করলাম তার সত্যি কোন তুলনা নেই। শুনেছিলাম, পুষ্প খুব সুন্দর, কিন্তু এত সুন্দর! এত সুবাস তার প্রতিটি পাপড়িতে!

আমি পুলকিত হলাম, আপ্লুত হলাম, মুগ্ধ হলাম এবং মোহিত হলাম। হায়, শৈশবে যদি পুষ্পের দেখা পেতাম, আমার জীবনটা আজ অন্যরকম হতো। কলম-কাগজের প্রতি এবং লেখা ও লেখকের প্রতি তখন থেকেই ছিলো আমার গভীর অন্তরঙ্গতা।  আমার হৃদয়সমুদ্রে ভাব ও আবেগের তরঙ্গ ছিলো। সেই তরঙ্গমালা হৃদয়ের তীরে এসে আছড়ে পড়তো, কিন্তু তা শব্দের তরঙ্গে রূপান্তরিত হওয়ার সুযোগ পেতো না, আমার সামনে তো ছিলো না পুষ্পের আলো! এখনকার মেয়েরা আমাদের তুলনায় ভাগ্যবতী।  শৈশব থেকেই তারা পুষ্পের অঙ্গনে বিচরণ করার সুযোগ পেয়েছে। নিজের অতীতের জন্য দুঃখ হলেও তাদের জন্য আমার শুভকামনা

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা