রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯)

তোমাদের জন্য

মঙ্গলগ্রহে অভিযান চালাতে গুরুত্বপূর্ণ পরীক্ষা

শেয়ার করুন:     
প্রিন্ট

একদল বিজ্ঞানী মঙ্গলগ্রহে অভিযান চালানোর বিষয়ে গত দেড় বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। এবার তারা নতুন একটি পরীক্ষা চালাতে যাচ্ছেন, যাতে জানা যাবে, লাল রঙের এই গ্রহটিতে অবতরণ করলে মানবদেহে কী প্রতিক্রিয়া হবে। এজন্য মঙ্গলগ্রহের অনুরূপ আবহ তৈরী করা হয়েছে। বিজ্ঞানীরা আজ কৃত্রিম আবহের ঐ মঙ্গলগ্রহে অবতরণ করবেন এবং পাঁচশত বিশদিন সেখানে অবস্থান করবেন। এসময় তাদেরকে বাইরের সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। উদ্দেশ্য হচ্ছে মঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এবং মঙ্গল অভিযানে সম্ভাব্য যতটা সময় লাগবে সেই সময় নিঃসঙ্গতার মানসিক চাপ সহ্য করার সক্ষমতা অর্জন করা।

(প্রথম আলো১২ ফেব্রুয়ারি, ১১ খৃ)

সম্পাদকঃ এটা হলো দুনিয়ার জন্য দুনিয়ার লোকদের মেহনত-মুজাহাদা ও কোরবানি। ভেবে লজ্জা লাগে, আমরা কি ইলমের তলবে এর ভগ্নাংশ মেহনত-মুজাহাদাও করি?

পাঁচশ বিশদিন মানে প্রায় একবছর! ইলমের জন্য আমরা কত দিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকি?! প্রয়োজনে অপ্রয়োজনে কত বার মোবাইল ব্যবহার করি?! তারপরো ইলমের আশা রাখি!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা