রজব ১৪৩০ হিঃ (১২)

প্রথম পাতা

প্রখম কথা

শেয়ার করুন:     
প্রিন্ট

তোমার চারপাশে যা কিছু আল্লাহর সৃষ্টি সেগুলো একত্রে মিলেমিশে হলো প্রকৃতি। গাছ-গাছালি, পাখ-পাখালি, পশু-প্রাণী, নদী-ঝর্ণা, পাহাড়-পর্বত- এগুলো প্রকৃতিরই বিভিন্ন অংশ। তুমি যদি প্রকৃতির সঙ্গে অন্তরঙ্গতা অর্জন করতে পারো এবং পারো প্রকৃতির সঙ্গে একাত্ম হতে, তাহলে জীবন সম্পর্কে তোমার অভূতপূর্ব এক অভিজ্ঞতা অর্জিত হবে। জীবনের নতুন রহস্য তোমার সামনে উন্মোচিত হবে। এই যে গাছের পাতাগুলো ঝিরঝির শব্দ করে, এই যে গাছের শাখাগুলো বাতাসে দোল খায়! এই যে পাখীরা গান গায়, এই যে কোকিলের কুহু কুহু, আর পাপিয়ার পিউ পিউ ডাক! এই যে নদীর কুলকুল ধ্বনি এবং ঢেউয়ের গর্জন, এই যে ঝর্ণার বয়ে চলা এবং জলপ্রপাতের জলপতন! - আসলে এরা সকলে তোমারই সঙ্গে কথা বলে। প্রকৃতির অজানা সব রহস্য তোমার সামনে তুলে ধরে। তুমি যদি গাছের, পাখীর, নদী ও ঝর্ণার এবং পর্বতের নৈশব্দের ভাষা বুঝতে চাও তাহলে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্ট করো। গাছের খুব কাছে যাও। পাতার গায়ে হাতু বুলিয়ে আদর জানাও। পাখীদের পর্যবেক্ষণ করো। তোমার দিকে ওদের তাকিয়ে থাকা অনুভব করো। নদীর পারে দাঁড়িয়ে নদীর শান্ত-অশান্ত উভয় রূপ অবলোকন করো। বয়ে চলা ঝর্ণার সঙ্গীত শুনতে চেষ্টা করো। এমনকি পাহাড়ের নৈশব্দের প্রতিও কান পেতে রাখো, তারপর দেখো, তোমার এতদিনের বৈচিত্রবঞ্চিত জীবনে কী আশ্চর্যসুন্দর পরিবর্তন আসে! তুমি প্রকৃতির মতই উদার হবে। গাছের মত সবুজ হবে, পাখীর মত মুখরিত হবে, নদীর মত গতিময় হবে, ঝর্ণার মত উচ্ছল হবে এবং পাহাড়ের মত নিঃশব্দ হবে। তখন জীবনকে তোমার কাছে মনে হবে প্রকৃতির সকল সৌন্দর্যের আধার। তখন সবাইবে তুমি ভালোবাসবে এবং সবার ভালোবাসা পেয়ে ধন্য হবে। প্রকৃতি তখন সেতুবন্ধন হবে তোমর মাঝে এবং প্রকৃতির আড়ালে যিনি, তার মাঝে। একবার অন্তত শুনে দেখো আমার কথা ।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা