যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

শেষের পাতা

এমন যেন না হয় আমাদের আমল

শেয়ার করুন:     
প্রিন্ট

আমাদের মসজিদের ইমাম সাহেব খুব নেক মানুষ। মুছল্লীরা সবাই তাকে খুব শ্রদ্ধা করে। আসলে যারা নেক মানুষ তাদেরকে সবাই শ্রদ্ধা করে। শ্রদ্ধা হলো অন্তরের বিষয়। কারো অন্তরের শ্রদ্ধা জোর করে আদায় করা যায় না। আখলাক ও চরিত্র দ্বারা মানুষের অন্তরের শ্রদ্ধা অর্জন করতে হয়। একবার দেখা গেলো, একজন মুছল্লী দু’দিন থেকে মসজিদে আসছেন না। ইমাম সাহেব জানতে পারলেন, তিনি অসুস্থ, আর তার চিকিৎসার কোন ব্যবস্থা নেই। তখন ইমাম সাহেব নিজে তার চিকিৎসার ব্যবস্থা করলেন এবং নিজেই তার সেবা শুশ্রূষা করলেন। এটাই হচ্ছে নববী আখলাক। প্রত্যেক ইমামমের এমন আখলাক অর্জন করতে হবে।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা