যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

শেষের পাতা

সেই চেতনার জন্য

শেয়ার করুন:     
প্রিন্ট

যারা চায়, মানুষ তাদের ভালোবাসুক এবং শ্রদ্ধা করুক; মানুষ তাদের কথা মান্য করুক এবং তাদের নেতৃত্ব গ্রহণ করুক; যারা এটা চায় তাদেরকে অবশ্যই বিশেষ কিছু গুণ অর্জন করতে হবে। মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা তারাই পাবে যাদের মধ্যে বিনয় থাকবে; যারা মানুষের সাথে কোমল ও সদয় আচরণ করবে। অহঙ্কার মানুষের অন্তরে ঘৃণাই শুধু সৃষ্টি করে, ভালোবাসা নয়। হযরত ওমর (রা) সম্পর্কে বলা হয় যে, তিনি খুব কঠোর স্বভাবের ছিলেন। এটা ঠিক; তবে তাঁর কঠোরতা ছিলো শুধু আল্লাহর বিধান রক্ষা করার ক্ষেত্রে, দুর্বলের হক আদায় করার ক্ষেত্রে এবং যালিমকে যুলুম থেকে বিরত রাখার ক্ষেত্রে। অথচ নিজের ক্ষেত্রে তিনি এত বিনয়ী ছিলেন, যে খলীফাতুল মুসলিমীন হয়েও তিনি গাছের নীচে ঘুমিয়ে থাকতেন, আর তালিযুক্ত জামা ব্যবহার করতেন। আল্লাহর ভয়ে তিনি সদা কম্পমান থাকতেন।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা