যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

শেষের পাতা

নফসের সংশোধন

শেয়ার করুন:     
প্রিন্ট

মানুষ যখন খাহেশাতে নফসের উপর চলতে থাকে তখন তার দিল মুরদা হয়ে যায় এবং নফস মোটাতাজা হয়ে যায়। তখন মানুষ ইচ্ছা করলেও আর দ্বীনের উপর চলতে পারে না। সে তখন একেবারে নফসের গোলাম হয়ে যায়, আর নফস নিজের খুশী মত তাকে নাফরমানিতে লিপ্ত করে। দিল যিন্দা হয় এবং নফস মুরদা হয় মউতের আলোচনা দ্বারা। যখন মউতের আলোচনা বেশী বেশী হয় নফসের খাহেশাত চুপসে যায় যেমন জোঁকের মুখে যখন নুন দেয়া হয়, আর দিল আমলের দিকে আগ্রহী হয়, যেমন ক্ষুধার্তের সামনে যখন সুস্বাদু খাবার রাখা হয়। এজন্যই নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকল স্বাদ বিনষ্টকারী মউতের কথা বেশী বেশী আলোচনা করো। অন্তত প্রতিদিন রাত্রে ঘুমের সময় কিছু সময় মউতের মোরাকাবা অবশ্যই করা উচিত। যেমন, আমার সামনে মৃত্যুর ফিরেশতা হাযির হবেন এবং আমার জান বের করবেন, জান বের করার সময় রূহের কী হালাত হয়, ইত্যাদি।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা