শাবান ১৪৩১হিঃ (১৭)

প্রথম পাতা

প্রথম কথা

শেয়ার করুন:     
প্রিন্ট

আমার লেখা তুমি পড়তে পারো কালো হরফে সাজানো কাগজের পাতায়। পড়ো; পড়ে যদি পারো অর্জন করো, কিছু তৃপ্তি, কিছু শানি-, কিছু সান-্বনা। তাতে সার্থক হবে আমার লেখা। আমি কৃতজ্ঞ থাকবো তোমার প্রতি। আমার লেখা তো তোমারই জন্য! আমি রাত জেগেছি তোমার জন্য, কলমের কালি ঝরিয়েছি তোমার জন্য, শব্দের ফুল দিয়ে মালা গেঁথেছি তোমার জন্য। কাগজের ডালিতে সাজানো আমার শব্দ-পুষ্পের নৈবেদ্য, সে তো তোমারই জন্য। তুমি যদি পড়ো আমি খুশী হবো, তুমি যদি গ্রহণ করো আমি কৃতার্থ হবো, তুমি যদি অর্জন করো আমি ধন্য হবো। আমি শুধু জানতে চাই; কলম থেকে যখন কালি ঝরে, কাগজের বুকে যখন শব্দের ফুল ফোটে তখন লেখকের মুখমণ্ডলে আলোর যে উদ্ভাস থাকে তা তুমি পাবে কোথায়! লেখকের হৃদয়ে তখন যে দরদ-ব্যথা থাকে, কীভাবে পাবে তুমি সেই দরদ-ব্যথার একটু ছোঁয়া! লেখকের চোখের তারায় তখন যে সবুজ স্বপ্ন থাকে, কীভাবে অর্জন করবে তুমি সেই স্বপ্নের, সেই সবুজের একটু পরশ! সবকিছু পাবে তুমি কাগজের বুকে কালো হরফের আড়ালে। সেখানে আছে তার মুখের হাসি, চোখের জল এবং আছে তার হৃদয়ের স্পন্দন। হে অদেখা বন্ধু! কালো হরফের মায়াজালে ভুলে যেয়ো না তার আড়ালে লুকিয়ে থাকা আমার হৃদয়ের সবুজ স্বপ্নের কথা, আমার বুকের ব্যথা-বেদানার কথা। ভুলে যেয়ো না, কালির আঁচড়ে আমি শুধু কিছু শব্দ লিখিনি, বরং এঁকেছি অনাগত একটি জীবনের সুন্দর এক মানচিত্র। হরফের লেখা থেকে তোমাকে উদ্ধার করতে হবে অদৃশ্য সেই মানচিত্রটি। তাহলেই জীবন তোমার সুন্দর হবে। আর তুমি সাক্ষী থোকো, আমার কলমের কালি তোমার জন্য, তবে তোমার উদ্দেশ্যে নয়। কলমের শেষ শব্দটি পর্যন- আমি যেন বিশ্বস- থাকি আমার উদ্দেশ্যের প্রতি।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা