শাবান ১৪৩১হিঃ (১৭)

শেষের পাতা

সেই চেতনার জন্য

শেয়ার করুন:     
প্রিন্ট

হযরত আবূ আইয়ূব (রহ) বলেন, হযরত আবূ মালিক একদিন আমাকে বললেন, হে আবূ আইয়ূব, নিজের নফসের বিষয়ে সাবধান হও। কেননা আমি দেখতে পাচ্ছি যে, দুনিয়াতে মুমিনের পেরেশানি কখনো শেষ হয় না। আল্লাহর কসম, যদি মুমিনের জন্য আখেরাতের অনন- সুখ না থাকতো তাহলে সে দুনিয়ার দুশ্চিন-া এবং আখেরাতের দুর্ভোগ, এ দুয়ের মধ্যে পড়ে শেষ হয়ে যেতো। আমি আরয করলাম, মুমিন সম্পর্কে আখেরাতের আনন্দ না পাওয়ার চিন-া কীভাবে করা যায়, অথচ দুনিয়ার যিন্দেগিতে সে নিরন-র আল্লাহর জন্য নিজেকে ফানা করে দিচ্ছে? তিনি বললেন, কিন' তা (রিয়া থেকে) নিরাপদ থাকার এবং কবুল হওয়ার নিশ্চয়তা কোথায়? তারপর তিনি বললেন, কত মানুষ দেখা যায়, (বাহ্যত সে) নিজের নফসের, নিয়তের, আমলের এবং নিজের ইবাদতের সংশোধন করে নিয়েছে। অথচ কেয়ামতের দিন তার সব আমল বন্দেগি একত্র করা হবে, তারপর (রিয়ার কারণে) সেগুলো তার মুখের উপর ছুঁড়ে মারা হবে।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা