রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯)

শেষের পাতা

এমন যেন হয় আমাদের আমল

শেয়ার করুন:     
প্রিন্ট

 

আমাদের মহান সালাফ, আল্লাহর উপর তাঁদের বিশ্বাস ও ভরসা এমনই অটল ছিলো যে, (চেষ্টা-মেহনতের পর) তাঁরা নিশ্চিন্তভাবে বলতেন, আল্লাহর যা ফায়ছালা আছে তাই হবেমুহাদ্দিছ শায়খ আইয়ূব (রহ.) বলেন, এখানে আমি সেই সব মানুষের সাক্ষাৎ পেয়েছি যারা বলতেন, যদি তাকদীরে থাকে ...তিনি তাঁর অনুগামীদের বলতেন, মানুষ যেন আল্লাহকে ভয় করেআর যদি সে যুহদ ও সংসার বিরাগ অবলম্বন করে তবে সেটাকে যেন সে মানুষের জন্য দুর্ভোগের কারণ না বানিয়ে ফেলেনিজের যুহদকে গোপন রাখা, তা প্রকাশ করার চেয়ে উত্তম(কারণ প্রকাশ করা দ্বারা রিয়া আসতে পারে, যা তার ধ্বংসের কারণ হবেআবার মানুষ এটাকে কঠিন মনে করে ধর্মের পথে চলাই ছেড়ে দিতে পারেতখন সে হবে মানুষের ধর্মবিমুখতার কারণ) 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা