রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯)

শেষের পাতা

সেই চেতনার জন্য

শেয়ার করুন:     
প্রিন্ট

 

জাফর বিন বারাকান বলেন, ইউনুস বিন ওবায়দ-এর সততা, সাধুতা ও ধার্মিকতার আলোচনা শুনে আমি তাকে লিখলাম, হে ভাই! আপনার সম্পর্কে এই এই শুনতে পাই, তো যদি ভালো মনে করেন, আপনার অবস্থা আমাকে লিখে জানান (যেন আমিও তা অনুসরণ করতে পারি) উত্তরে তিনি লিখলেন, তুমি আমার অবস্থা জানতে চেয়েছো, তো শোনো, আমি নফসকে বললাম, নিজের জন্য যা পছন্দ করো, মানুষের জন্যও তা পছন্দ করো, আর নিজের জন্য যা অপছন্দ করো, মানুষের জন্যও তা অপছন্দ করোকিন্তু বিচার করে দেখি, আমার নফস তা থেকে অনেক দূরেআরেকবার বললাম, হে নফস, ভালো ছাড়া মানুষের মন্দ আলোচনা কখনো করো নাকিন্তু বিচার করে দেখলাম, গরমের কঠিন দিনে রোযা রাখা নফসের জন্য যত কঠিন, মানুষের মন্দ আলোচনা থেকে বিরত থাকা তার জন্য আরো কঠিনব্যস, এই হলো আমার অবস্থা হে ভাই, ওয়াস-সালাম 

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা