মুহররম.১৪৪০হিঃ (৩/৬)

কচি ও কাঁচা

কে তি নি?

শেয়ার করুন:     
প্রিন্ট

পাখীরা কী সুন্দর! মধুর সুরে গান গায়! একেক পাখীর একেক সুর-স্বর! কে পাখীদের এত বিচিত্র সুর ও স্বর শিখিয়েছেন? টিয়া-ময়না মানুষের মত কথা বলতে পারে! যা শেখাও তাই শেখে! মানুষ টিয়া-ময়নার মুখে কথা শুনে অবাক হয়! কে টিয়া-ময়নাকে কথা বলা শিখিয়েছেন?পাখীরা স্বাধীন, তাদের আছে দু’টি ডানা। যখন ইচ্ছে, তারা মনের আনন্দে নীল আকাশে উড়ে বেড়ায়! কে পাখীদের ডানা মেলে উড়তে শিখিয়েছেন?আল্লাহ শিখিয়েছেন।তাই তো পাখীরা আল্লাহর শোকর করে, আর বিচিত্র স্বরে আল্লাহর যিকির করে। আমরাও আল্লাহর ...!(উরওয়া, মাদানী মাক্তাব, চূড়ান্ত পর্ব)এসো তোমাদের আজ একটা গল্প শোনাই। সবাই বলে, ছট্ট মণিরা গল্প শুনতে ভালোবাসে। গল্পের মধ্যে নাকি একটা নেশা আছে! গল্পের নেশা একবার যাকে পেয়েছে তার নাকি নাওয়া খাওয়া ভুলে যাওয়ার দশা!সবাই বলে, ছেলেরা মেয়েরা নাকি ভালোবাসে ভূতের গল্প! এখন এই দিনের বেলা ভূত পাবো কোথায়? ভূতেরা তো শুনেছি, আসে, রাত যখন গভীর হয়, রাত যখন আঁধার হয়! কিন্তু রাতের বেলা ভূতের গল্প! ছেলেরা ভয় পাবে কি না, জানি না, মেয়েরা তো মাগো বলে চিৎকার জুড়ে দেবে? তাছাড়া আমি তো জানি, ভূতটুত কিচ্ছু নেই! রাজ্যের মিছে কথা! আর মিছে কথা কি হতে পারে ভালো কথা! তার চেয়ে ফিরেশতার গল্প যদি বলি! তাহলে কিন্তু বেশ হয়! কিন্তু গল্পের জায়গাই যে ফুরিয়ে গেলো!! 


শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা