রবিউল আউয়াল ১৪৪০হিঃ (৩/৭)

বিজ্ঞান বিচিত্রা

বজ্রপাত

শেয়ার করুন:     
প্রিন্ট

বজ্রপাত ঝড়ো মৌসুমের বড় একটা প্রাকৃতিক দুর্যোগ, যাতে প্রতিবছর যথেষ্ট প্রাণহানির ঘটনা ঘটছে।

একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, বজ্রপাতের ঘটনা আগের যে কোন সময়ের চেয়ে বর্তমানে অনেক বেশী। এর সঠিক কারণ অবশ্য এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি।

বজ্রপাত আসলে কী এবং কী কারণে বজ্রপাত ঘটে, প্রাচীন কালে মানুষ এ সম্পর্কে কিছুই জানতো না। তাই তখন বজ্রপাত সম্পর্কে কুসংস্কারেরই রাজত্ব ছিলো। কারো কারো ধারণা ছিলো বজ্রপাত হলো দেবতাদের যুদ্ধের সময় অস্ত্রের সঙ্ঘাতের ফল।

যখন থেকে বিজ্ঞানের যাত্রা শুরু, প্রায় তখন থেকেই মানুষ জানতে পেরেছে বজ্রপাত আসলে কী? কীভাবে তা ঘটে?

বজ্রপাত সম্পর্কে সঠিক ধারণার অভাবে মানুষ এ বিষয়ে যথেষ্ট উদাসীন। ফলে মানুষ আত্মরক্ষামূলক কোন ব্যবস্থা গ্রহণ করে না। অথচ একটু সতর্কতা ও আত্মরক্ষার চেষ্টা দ্বারা বজ্রপাতে মৃত্যুর ঘটনা অনেক কমিয়ে আনা যায়। *

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা