কাশ্মীরসংখ্যা

হযরত আলী নাদাবীর পাতা

মুসলিম উম্মাহর আজকের করণীয়১-২

শেয়ার করুন:     
প্রিন্ট

মুসলিম উম্মাহর আজকের করণীয়

মুসলিম উম্মাহ বিভিন্ন জনপদে আজ যে চরম দুর্যোগ ও বিপর্যয়ের শিকার তা তো সবার সামনেই রয়েছে। প্রশ্ন হলো, এ থেকে উত্তরণের উপায় কী? তো এ বিষয়ে বিভিন্ন চিন্তাবিদ ও দার্শনিক তাদের মত প্রকাশ করেছেন। নিজেদের মত ও বক্তব্যের সমর্থনে তারা যুক্তি-প্রমাণও পেশ করেছেন। যেমন কারো মতে অর্থনৈতিক পশ্চাদপদতা এর জন্য দায়ী। কারো মতে এর জন্য দায়ী হলো আধুনিক শিক্ষার ক্ষেত্রে অনগ্রসরতা। কারো মতে সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়াই হলো আসল কারণ। আর কেউ বলেছেন, মূল কারণ হচ্ছে মুক্তবুদ্ধির চর্চা এবং ইজতিহাদের পথ থেকে সরে আসা।

আমরা বিশস করি, এদের প্রত্যেকেই প্রাজ্ঞ ব্যক্তি। উম্মাহর প্রতি তাদের দরদমন্দিরও অভাব নেই। প্রত্যেকে নিজ নিজ চিন্তার আলোকে সমাধানও পেশ করেছেন। কোন কোন জনপদে তা প্রয়োগের চেষ্টাও হয়েছে, কিন্তু অভিজ্ঞতা সুখকর হয়নি। উম্মাহর প্রতি হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদবী রহ-এর দরদে দিল তো সবার কাছেই স্বীকৃত। তিনি বলেছেন, ফিলিস্তীন ও কাশ্মীরসহ প্রতিটি জনপদে আমাদের বিপর্যয়ের বড় কারণ হলো, বস্তুর প্রতি অতিনির্ভরশীলতা এবং তা‘আল্লুক মা‘আল্লাহর প্রতি গুরুত্বহীনতা। ফিলিস্তীন ও কাশ্মীরের মুজাহিদীন সময় ফুরিয়ে যাওয়ার আগে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে চিন্তা করে দেখতে পারেন।  আবুতাহের মিছবাহ

 

উম্মতে মুহাম্মাদিয়্যার সঠিক অবস্থান

বিশের জাতিবর্গের মাঝে উম্মাতে মুহাম্মাদিয়্যার সঠিক অবস্থান কী, তা আল্লাহ্ তা‘আলা স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন। ইরশাদ হয়েছে

كُـنْــتُـمْ خَـيْرَ أمَّـةٍ أُخْرِجَتْ لِلنَّـاسِ، تَـأمُـرونَ بـِالْـمَعْـروفِ وَتَـنْـهَوْنَ عَـنِ الْـمُنْـكَـر ...

তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ, যাদের উত্থিত করা হয়েছে মানবের (কল্যাণের) জন্য। তোমরা সৎ কর্মের আদেশ করবে, আর মন্দ কর্ম হতে নিষেধ করবে।...

দেখুন, এর চেয়ে সুনির্দিষ্ট ও নির্দ্বিধ বাণী ও ঘোষণা আর কী হতে পারে! শ্রেষ্ঠত্বের উচ্চাসনে হলো আমাদের অবস্থান, আর আমাদের অবস্থানগত দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণ সাধন, আর তার একমাত্র পথ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ করা এবং মন্দ কাজ হতে নিষেধ করা। এই আদেশ ও নিষেধের পন্থা ও পদ্ধতিও বলে দেয়া হয়েছে অন্য আয়াতে। এরশাদ হয়েছে

أُدْعُ إلى سَبـيـلِ رَبِّكَ بِالحِكْـمـةِ وَالـمَوْعِـظَـةِ الحسَـنَـةِ وَجادِلْـهُـمْ بالَّتي هِي أحْـسَن

ডাকো তোমার প্রতিপালকের পথে প্রজ্ঞার সঙ্গে এবং উত্তম উপদেশের সঙ্গে। আর (সত্যকে উদ্ধারের জন্য) তাদের সঙ্গে বিতর্ক করো ঐ পন্থায় যা সর্বোত্তম।

তো এটা তো অবধারিত সত্য যে, এই উম্মাহর জন্য শ্রেষ্ঠত্বের আসন ততদিনই সংরক্ষিত থাকবে যতদিন তারা তাদের অবস্থানগত দায়িত্ব পালনে যতবান থাকবে। পক্ষান্তরে যখন...

সুতরাং উম্মাহর কর্তব্য শুধু এই আলোকে তাদের বর্তমান বিপর্যয় থেকে উত্তরণের পথ ও পন্থা নির্ধারণ করা। অন্য যে কোন পথে তারা চেষ্টা করবে, ব্যর্থতা এবং আরো বড় বিপর্যয়ই শুধু তাদের ভাগ্যে জোটবে। (ইবনে মিছবাহ)                                                                                                                                                                                           

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা