মুহাররম ১৪৪৫ হিঃ

তোমাদের লেখা আমাদের রেখা। দুয়ে মিলে হোক ভবিষ্যতের স্বপ্ন দেখা

সাধু উদ্দেশ্যে একটি সাধু পত্র!

লিখেছেনঃ ইয়াসিন- দোহার ঢাকা

শেয়ার করুন:     
প্রিন্ট

০ প্রিয় সম্পাদক হুযূর! দয়া করিয়া সালাম কবুল করুন।

০০ কবুল! কবুল! আনন্দিত হইয়াছ প্রিয় মকবুল!

০ শঙ্কিত হইলেও আমি আশান্বিত যে, আপনার দেহ ও আত্ম একসঙ্গে আছে!

০০ ইন্না লিল্লাহ্! আলহামদু লিল্লাহ্!

০ শুকরান এবং জাযকাল্লাহু খাইরান, কাশ্মীরসংখ্যা প্রকাশ করিবার জন্য! ইহা দ্বারা আমরা জানিতে পারিয়াছি কাশ্মীরে আমাদের মুসলিম ভাইবোনদের অবস্থা! ইহা আমার দিলের জাহানে ইনকিলাব আনিয়াছে এবং আমার চিন্তার জগতে বিপ্লব সৃষ্টি করিয়াছে।

০০ আমাদের দেশে সেই ছেলে কবে হবে ....!  

০ সদাশয় সম্পাদক মহাশয়! এই পত্রটি পুস্পের জন্য আমার প্রথম নাযরানা! 

০০ এত বিলম্বে কেন বৎস!

০ আব্দার করিব, বায়না ধরিব সাহস হইতেছে না, তবু বলিয়া ফেলি, একটি ইউঘোরসংখ্যা!

০০ আব্দারটি উত্তম, অতি উত্তম, যদি তোমরা আমার সঙ্গে থাক!০০ আমার আরেকটি অশান্ত প্রতীক্ষা, ‘এসো বিজ্ঞান শিখি’ এবং

০০ শান্ত হও, বৎস! শান্ত হও! তোমরা যখন আসিবে, তখন...!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা