রমযান ১৪৩০ হিঃ (১৩)

কচি ও কাঁচা

ফুলের মত হবো

লিখেছেনঃ নাজমুল করীম চৌধুরী

শেয়ার করুন:     
প্রিন্ট
আমি ফুল ভালোবাসি, আমার একটি ফুলবাগান আছে। আমি প্রতিদিন বাগানের যত্ন নেই। যখন হেফযখানায় চলে আসি তখন আমার ছোট বোন বাগানে পনি দেয়। এবার বাড়ীতে গিয়ে দেখি, বাগানে ফুল আর ফুল! ফুলের সৌন্দর্যে মুগ্ধ হলাম আর আমার বোনকে বললাম, তুমি বাগানের যত্ন নিয়েছো, তাই দেখো, কত সুন্দর ফুল ফুটেছে। আমি আর তুমি, আমরা দু’জন যেন ফুলের মত সুন্দর হতে পারি; ফুলের মত কোমল হতে পারি! আমরা যেন সবার মাঝে ফুলের মত সুবাস ছড়াতে পারি। আমি ফুলগুলোর দিকে থাকি, আর ভাবি, কার আদেশে বাগানে বাগানে ফুল ফোটে; গাছে গাছে ফল ধরে? তিনি আল্লাহ! তিনি দুনিয়াতে ফুল ও ফল দিয়েছেন; জান্নাতেও তিনি আমাদের ফুল ও ফল দেবেন। জান্নাতের ফুল আরো সুন্দর! জান্নাতের ফল আরো সুস্বাদু। আমরা ভালো ভালো কাজ করে জান্নাতে যাবো, ইনশাআল্লাহ।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা