রমযান ১৪৩০ হিঃ (১৩)

কচি ও কাঁচা

কে তিনি?

শেয়ার করুন:     
প্রিন্ট

বৃক্ষের শাখায় একটি কলি যখন ধীরে ধীরে ফুল হয়ে ফোটে। গোলাব, বেলী, চামেলী, আরো কত কী! সেই ফুলেরা যখন চারদিকে সুবাস ছড়ায়, আর মানুষ তাদের সৌন্দর্য ও সুবাসে মুগ্ধ হয় .. গাছের ডালে যখন বোল ও মুকল আসে এবং ধীরে ধীরে তা ফল হয়। আম, জাম, লিচু, কাঁঠাল, আরো কত কী! ফলগুলো যখন নানা রকম স্বাদে ও রসে পরিপূর্ণ হয়, আর মানুষ সেই ফল খেয়ে, নানা রকম স্বাদ পেয়ে তৃপ্ত হয় .. কৃষকের ঘামঝরা মাঠে যখন ফসল হয়; সবুজ ফসল যখন বাতাসের দোলে আন্দোলিত হয়, মাঠ যখন সোনালী ফসলে ভরে ওঠে; ধান, গম, ভুট্টা, আরো কত কী! সেই ফসল কৃষক যখন ঘরে তোলে এবং আনন্দে তার মনটা ভরে ওঠে .. ফুলেরা, ফলেরা ও ফসলেরা তখন জানতে চায়, কে আমাদের সৃষ্টি করেছেন? কার আদেশে তোমরা আমাদের ভোগ করো? কে তিনি? তিনি আল্লাহ! ফুলেরা, ফলেরা ও ফসলেরা আরো জানতে চায়, যার নেয়ামত তোমরা ভোগ করো, কেন তার ইবাদত করো না!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা