শাবান ১৪৩১হিঃ (১৭)

কচি ও কাঁচা

কে তিনি?

শেয়ার করুন:     
প্রিন্ট

জলে বা স'লে যখন ভীষণ ঝড় শুরু হয়; যখন বড় বড় ঢেউ জাহাজ ডুবিয়ে দিতে চায় এবং প্রবল বাতাস ঘর-বাড়ী গাছ-পালা উড়িয়ে নিতে চায় তখন দিশেহারা মানুষ কাকে ডাকে? কখনো মনে মনে, কখনো জোরে জোরে কার কাছে মানুষ সাহায্য চায়? কে তিনি? তিনি আল্লাহ! মানুষকে তিনি জলের এবং স'লের সমস- বিপদ থেকে উদ্ধার করেন। মানুষ যখন বিপদে পড়ে, আর বাঁচার কোন উপায় দেখে না তখন খুব কাতর হয়ে বলে, যদি এই বিপদ থেকে তিনি আমাদের উদ্ধার করেন তাহলে অবশ্যই আমরা তাঁর শোকর আদায় করবো। কিন' আল্লাহ যখন মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন তখন সে আল্লাহকে ভুলে যায় এবং শিরক শুরু করে। কেউ মূর্তি পূজা করে, কেউ আগুনের সামনে সিজদা করে, তাই তো আল্লাহ বলেছেন, আসলেই মানুষ বড় অকৃতজ্ঞ! হে আল্লাহ, আমরা তোমার কৃতজ্ঞ বান্দা হতে চাই।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা