রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯)

কচি ও কাঁচা

পুষ্প কেন আসে না!

লিখেছেনঃ উম্মে আতিকা, তামীমা

শেয়ার করুন:     
প্রিন্ট

 

কত দিন হলো পুষ্প আসে নাকেন আসে না তাও জানি নাসম্পাদক ভাইয়া কি মন ভার করে, আর মুখ আঁধার করে বসে আছে! সম্পাদক ভাইয়াকে কেউ বুঝি বকেছে! এই, তোমরা কেউ সম্পাদক ভাইয়াকে বকো না; বকলে তো আমাদেরই ক্ষতিসবাই মিলে সম্পাদক ভাইয়াকে কান ধরে, নাক ধরে আদর করো 

কই, এত আদর হলো, তবু তো সম্পাদক ভাইয়া নড়ে চড়ে না! পুষ্প না পেলে আমাদের যে কী খারাপ লাগে সম্পাদক ভাইয়াটা মনে হয় বোঝে নাবুঝলে যত কষ্টই হোক, পুষ্প পাঠাতো 

কী করা যায়! কী করা যায়! হাঁ, একটা বুদ্ধি এসেছে! মুরগীর একটা পাখনা যোগাড় করো তো, সম্পাদক ভাইয়ার কানে সুড়সুড়ি দেবো!

উম্মে আতিকা, তামীমা

লক্ষ্মীবাজার , ঢাকা

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা