রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯)

কচি ও কাঁচা

কে তিনি?

শেয়ার করুন:     
প্রিন্ট

 

যারা জানে না, তারা বলে, কে তিনি? কোথায় তিনি? না দেখে কী করে তাঁকে মানি?  

যারা জানে তারা বলে, এ আকাশ, এ   মেঘ-বৃষ্টি ও রঙধনু কি যথেষ্ট নয় তাঁকে জানার জন্য? 

এ পৃথিবী, এ নদী-সাগর ও জলোচ্ছ্বাস কি যথেষ্ট নয় তাঁকে চেনার জন্য?

ফুলের পাপড়ি, প্রজাপতির ডানা, হলুদ সর্ষে মাঠ, সবুজ ঘাসের গালিচা, এসব কি যথেষ্ট নয় তাঁকে বোঝার জন্য?

জোনাকির আলো, তারাদের ঝিলিমিলি, চাঁদের জোসনা, সূর্যের কিরণ এবং গভীর রাতের অন্ধকার, এসব কি যথেষ্ট নয় তাঁকে দেখার জন্য?

তুমি; তোমার দেহের শক্তি, তোমার চোখের জ্যোতি, তোমার মুখের ভাষা, তোমার মস্তিষ্কের চিন্তা, এসব কি যথেষ্ট নয় তাকে বিশ্বাস করার জন্য?

জানতে চাও তিনি কোথায়? তিনি সময়ের আগে এবং সময়ের পরে, তিনি সকল স্থানের উর্ধ্বে! সবকিছু তাঁর নিয়ন্ত্রণেআর বিশ্বাস তো না দেখেই করা হয়, দেখে নয়

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা