রবিউল আওয়াল ১৪৩২হিঃ (১৯)

কচি ও কাঁচা

আমার ভালো লাগে এবং মনে পড়ে

শেয়ার করুন:     
প্রিন্ট

 

একটি পাখী ছিলোবাগানে একটি গাছের ডালে তার বাসা ছিলোসেই বাগানে আরো অনেক পাখী ছিলোপাখীরা ভোরে কিচিরমিচির করে বাসা থেক বের হতো, আর ডানা মেলে উড়ে যেতোকোথায় যেতো জানি নাপাখীরা ভোরে নীড় ছেড়ে কোথায় যায় কেউ জানে না 

যেখানেই যাক, সন্ধ্যায় সব পাখী আবার তাদের বাসায় ফিরে আসতোপাখীদের কিচিরমিচিরে বাগান আবার মুখরিত হতোএই পাখীটি ছিলো অন্য রকমসে দূরে কোথাও যেতো নাবাগানেই একটু ওড়াউড়ি করতোতারপর বাসায় ফিরে এসে চুপচাপ বসে থাকতোসব পাখী কিচিরমিচির করতো; এই পাখীটি কিচিরমিচির করতো না, বাসার ভিতরে চুপচাপ বসে থাকতো 

পাখীটিকে দেখে আমার খুব মায়া হতো, আর মনে হতো, পাখীটির মনে অনেক কষ্টতাই সে কিচিরমিচির করে না, ওড়াউড়ি করে নাচুপচাপ বসে থাকে

তখন আমি খুব ছোট ছিলামএকদিন দেখি, পাখীটি বাসার নীচে পড়ে আছে, মারা গেছেতখন আমি অনেক ছোট ছিলামপাখীটার জন্য অনেক কেঁদেছিলাম

এখন আমি বড় হয়েছিআমাদের বাগানে এখনো অনেক পাখী থাকেভোরে সন্ধ্যায় পাখীরা কিচিরমিচির করে; আমার খুব ভালো লাগে, আর ছোট্ট বেলার সেই নাম না জানা পাখীটির কথা মনে পড়ে। 

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা