মুহররম.১৪৪০হিঃ (৩/৬)

কচি ও কাঁচা

আফনানের তিনটি লেখা

শেয়ার করুন:     
প্রিন্ট

(১) জীবনের তিনটি উদাহরণ রয়েছে। আমাদের সামনে আল্লাহ তিনটি উদাহরণ রেখেছেন, যাতে আমরা বুঝতে পারি, জীবন কত ক্ষণস্থায়ী। জীবনের প্রথম উদাহরণ, সূর্য- সকালে উদিত হয়। প্রখর আলো নিয়ে আকাশের দীর্ঘ পথ অতিক্রম করে সন্ধ্যায় অস্ত যায়! উদয় এবং অস্ত এই তো জীবন!!জীবনের দ্বিতীয় উদাহরণ, বরফ- কত দ্রুত গলে যায়! এত সুন্দর ঝলমলে! দেখতে দেখতে আমাদের দৃষ্টি থেকে হারিয়ে যায়! জীবনের ভবিষ্যত, অতীত হয়ে গলে যায়, মাঝখানে কতটুকু সময় আমাদের বর্তমান! এরই নাম জীবন!!জীবনের তৃতীয় উদাহরণ, মোম- সন্ধ্যায় প্রজ্বলিত হয়, সারা রাত আলো দেয়, ভোরে সে আলো নিভে যায়। মোমের সঙ্গে জীবনের অবশ্য একটা পার্থক্য আছে। সব জীবন আলো দান করে না! কিছু জীবন অন্ধকারও ছড়ায়!!দু’দিনের এই জীবন নিয়ে কেন আমাদের এত ব্যস্ততা! এত ব্যতিব্যস্ততা!!০০ জীবনের আরেকটি উদাহর রয়েছে, আফনান! -ফুল!!(২) মানবশিশু ঃ হে ফুলকলি, তুমি কার সৃষ্টি?ফুলকলি ঃ হে মানবশিশু, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন।মানবশিশু ঃ তোমাকে কী জন্য সৃষ্টি করেছেন?ফুলকলি ঃ আমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুবাস দেয়ার জন্য! তুমিও যেন সুবাস ছড়াতে পারো মানুষের মাঝে, আমি যেমন সুবাস ছড়াই বাগানে।মানবশিশু ঃ তুমি কত সুন্দর হে ফুল! বলো তো আমাকে তিনি কী জন্য সৃষ্টি করেছেন?ফুলকলি ঃ তুমি কত কিছু জানতে চাও!! হয়ত বড় হয়ে তুমি অনেক জ্ঞানী হবে। শোনো, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদতের জন্য, আর পৃথিবীতে আল্লাহর খেলাফাত কায়েম করার জন্য?মানবশিশু ঃ খেলাফত কী হে ফুলকলি?ফুলকলি ঃ আমিও তো ছোট! আমিও জানি না। যখন বড় হবো তখন হয়ত জানবো! তখন মনে করে জিজ্ঞাসা করো কেমন?!মানবশিশু ঃ বারে, আমি যখন বড় হবো, তুমি তো তখন ঝরেই যাবে!!ফুলকলি ঃ ক্ষতি কী! তখন নতুন কলি থেকে নতুন যে ফুল হবে, তাকে জিজ্ঞাসা করো, সে তোমাকে বলবে সব অজানা কথা।মানবশিশু ঃ তোমাকে অনেক ধন্যবাদ হে ফুল!ফুলকলি ঃ তোমাকেও ধন্যবাদ হে মানবশিশু! যদিও আমি থাকবো না, তবু ভাবেতে ভালো লাগে, একদিন তুমি বড় হবে, জ্ঞানী হবে এবং গুণী হবে!!(৩)  শৃঙ্খলা শব্দটি বানানে এবং উচ্চারণে যেমন কঠিন তেমনি কঠিন জীবনের সবকিছুতে শৃঙ্খলা রক্ষা করে চলা। কিন্তু শৃঙ্খলাই হলো জীবনের আসল সম্পদ ও সৌন্দর্য। শৃঙ্খলা ছাড়া জীবন হলো অর্থহীন। বাংলায় একটা আছে, ‘পানির অপর নাম জীবন’; খুবই সত্য কথা। তো এটাও বড় সত্য যে, শৃঙ্খলার অপর নাম জীবন। শৃঙ্খলা ছাড়া জীবনের কোন কাজে সফলতা আসে না। তাই আমার প্রতিজ্ঞা, জীবনের সবকিছুতে আমি শৃঙ্খলা রক্ষা করবো। আমি হবো সুশৃঙ্খল তালিবে ইলম।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা