মুহররম.১৪৪০হিঃ (৩/৬)

কচি ও কাঁচা

শোনো আমার বাগানের কলি!

শেয়ার করুন:     
প্রিন্ট

এই যে আধফোটা কলিটি এখানে দেখতে পাও, এটি আসলে তোমারই বর্তমান জীবনের ছবি। যা দেখতে পাও না সেটা হলো পূর্ণ প্রস্ফুটিত ফুল, যা হতে পারে তোমার আলোকিত ও সুবাসিত ভবিষ্যত! আর যা শুনতে পাও না, তা হলো দরদী মালীর বুকের স্পন্দন! আর ছোট্ট হৃদয় দিয়ে যা অনুভব করতে পার না তা হলো মালীর দিন-রাতের এবং সকাল-সন্ধ্যার এ উৎকণ্ঠা ও আকুতি যে, সময়ের প্রতিকূলতা থেকে, জীবনের ঝড়-ঝাপটা থেকে এবং যুগের সমস্ত দুর্যোগ থেকে তোমরা যেন নিরাপদ থাকো। সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের পথে তোমাদের পথচলা যেন নিষ্কণ্টক হয়।বাগানের পুষ্পকলিরা যদি বুঝতো, দরদী মালীর বুকে তাদের প্রতি কত ভালোবাসা! কত আকুতি ও ব্যাকুলতা! কত ভয় ও উৎকণ্ঠা!! প্রতিটি কলির প্রতিজ্ঞা করতো, যেভাবেই পারি নিজেকে আমি রক্ষা করবো সবুজ পাতার আড়ালে লুকিয়ে থাকা সবুজ পেকার দংশন হতে। তোমার বাগানে হে দরদী মালী, আমি ফুল হয়ে ফোটবো তোমার বুকের স্পন্দন শোনার জন্য এবং তোমার স্বপ্নকে বরণ করার জন্য! হে বাগানের ছোট ছোট কলি! হে আগামী দিনের ফুলগুলি!! তোমরা তো এসেছো মায়ের কোলে জান্নাতের বাগান থেকে। তাই জান্নাতের ফুল হয়ে এবং জান্নাতের শিশু হয়েই থেকো চিরকাল! পৃথিবীর কোন মলিনতা কখনো যেন স্পর্শ করতে না পারে তোমাদের। কামনা করি, তোমাদের শৈশব যেন হয় আমাদের শৈশবের চেয়ে সুন্দর! তোমাদের ভবিষ্যত যেন হয় আমাদের বর্তমানের চেয়ে সুন্দর! চিরকাল যেন তোমরা থাকো ফুলের মত সুন্দর!একদিন আমরা থাকবো না, তখন তোমরাই হবে বাগানের মালী! নতুন নতুন কলি আসবে বাগানে। সেই ভবিষ্যত খুব বেশী দূরে তো নয়। ঐ কলিগুলোর যত্ন ও পরিচর্যা তো তোমাদেরই করতে হবে। এখন তোমাদের জীবনে সেই প্রস্তুতি গ্রহণের মূল্যবান সময়। 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা