সম্পাদকের রোযনামচা

  • রমযান ১৪৩০ হিঃ (১৩)

    সম্পাদকের রোযনামচা

    আমার একটি প্রিয় গাছ ছিলো, গন্ধরাজ। আমার সঙ্গে তার হৃদয়ের বন্ধন ছিলো বিশবছরের বেশী। গাছটি ছিলো আমার এক প্রিয় ছাত্রের স্মৃতি। গাছটি কিছুদিন আগে নিহত হয়েছিলো এক নিষ্ঠুর লোকের হাতে। আমার প্রিয় গন্ধরাজের মৃত্যুশোকে পুষ্পের পাতায় আমি লিখেছিলাম, ‘গন্ধরাজ গাছটি মারা গেছে’। সেই লেখা একটি মেয়ের দিলের জখম তাজা করে দিয়েছিলো বলে সে আমার কাছে একটি মর্মস্পর্শী চিঠি লিখেছে, যা পুষ্পের বর্তমান সংখ্যায় ছাপা হয়েছে। কথা প্রসঙ্গে আমার স্ত্রীকে বললাম, ‘গন্ধরাজ গাছটি দুই দুইটি বন্যা সহ্য করে বেঁচে ছিলো।’ সঙ্গে সঙ্গে তিনি

    ...

    বিস্তারিত »

সর্বাধিক পঠিত