সংযোজিত

  • যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

    আমার ছোট্ট বাবা!

    লিখেছেনঃ আমাতুল্লাহ তাসনীম, সাফফান

    আমার ছোট্ট বাবা আফনান! আমি আজ কিছু কথা লিখে রাখবো তোমার জন্য, আমার আব্বুর পুষ্পের পাপড়িতে। তুমি যখন বড় হবে এবং মায়ের ব্যর্থ জীবনের যন্ত্রণা বোঝার সময় সেদিন তুমি এ লেখাগুলো পড়বে এবং নিজের জীবনের মাধ্যমে মায়ের জীবনের সব ব্যর্থতা মুছে দিতে চেষ্টা করবে। তুমি যখন বড় হবে আমি তখন কোথায় থাকবো জানি না, তবে কাগজের এ লেখাগুলো আমারই হৃদয়ের রেখা হয়ে থাকবে তোমার সামনে। তখন তুমি যেন হতে পারো মায়ের স্বপ্নের ফুল! মায়ের সাধনার ফল! তুমি যেন হতে পারো নীরব অশ্রুপাতের ফসল।...

    বিস্তারিত »

সর্বাধিক পঠিত