রজব ১৪৩০ হিঃ (১২)

কিশোর পাতা

জীবন বড় বিচিত্র

শেয়ার করুন:     
প্রিন্ট

জীবন বড় বিচিত্র, জীবনের মায়াজাল বড় কঠিন। জীবন যেন ময়ুরের নাচ, হঠাৎ পেখম মেলা, হঠাৎ থেমে যাওয়া। বরং জীবন আরো ভয়ঙ্কর সুন্দর, যেন রাজগোখরার দোলায়মান ফনা। যারা বুদ্ধিমান, জীবন থেকে তারা নিজের প্রাপ্যটুকু গ্রহণ করার চেষ্টা তো করে, কিন্তু কখনো কোনভাবে জীবনের মায়াজালে জড়িয়ে পড়ে না। অনেক দূর থেকেই তারা দেখতে পায় মায়াজালের মাকড়সাকে। তারা জানে, এ ময়ুরনাচের ক্ষণিক সৌন্দর্যে মোহে পড়া তাদের কাজ নয়। তারা জানে, দেখতে সুন্দর এই উদ্ধত ফনা যে কোন মুহূর্তে দিতে পারে ছোবল এবং ঢেলে দিতে পারে বিষ।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা