মুহাররম ১৪৪৫ হিঃ

কিশোর পাতা

সবাইকে...

শেয়ার করুন:     
প্রিন্ট

জীবনের শুরু মানে জন্মের শুরু নয়। চিন্তা ও চেতনার উন্মেষ এবং বোধ ও বুদ্ধির উদ্ভাস যখন থেকে, জীবনের শুরুও তখন থেকে। তো জীবনের শুরু থেকে আমার চারপাশের সবাইকে একটা সত্য আমি বলতে চেয়েছি, কারো হৃদয়ের কোমল ভূমি যদি স্পর্শ করতে চাও কোমলভাবেই স্পর্শ করো। কারো হৃদয়ের ভূমি কখনো রুক্ষভাবে মাড়িয়ে যেয়ো না। 

ফল কী হয়েছে! আমার খুব কাছের মানুষও বুঝতে পারেনি, বা বুঝতে চায়নি আমার কথা। হৃদয়ের সঙ্গে এমন হৃদয়হীন আচরণ করে, তারপর বলে, ‘আমি তোমাকে ভালোবাসি!’ এ তো আরো বড় হৃদয়হীনতা! 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা