রমযান ১৪৩০ হিঃ (১৩)

কিশোর পাতা

ফুলের জন্য যুদ্ধ করো না

শেয়ার করুন:     
প্রিন্ট
কে যেন বলেছেন, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’! মাটি ও ভিটার জন্য, নদী ও পানির জন্য, নারী ও নগরীর জন্য যুদ্ধ হয়, জানি। অতীতে অনেক হয়েছে, ভবিষ্যতেও হয়ত হবে। মাটি ও ভিটা যে হারায় এবং যে আত্মসাত করে উভয়ের রক্তেই তা রঞ্জিত হয়, যেমন ফিলিস্তীনে। একই ভাবে নদীর পানিতে ভেসে যায় উভয়পক্ষের লাশ, যেমন দজলা- ফোরাতে। নারী ও নগরীর জন্য কি উদাহরণের প্রয়োজন আছে! তারপরো যুদ্ধ হয় এবং হবে। কিন্তু ফুলের জন্য যুদ্ধ করার কথা কেউ কোনদিন ভাবেনি, এদেশের মানুষ ছাড়া। এদেশের মানুষ পারে না এমন কী আছে!
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা