যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

কিশোর পাতা

শিশুর প্রতি কৃতজ্ঞতা

শেয়ার করুন:     
প্রিন্ট
মায়ের কোল আলো করা পৃথিবীর প্রতিটি শিশুর কাছে আমি কৃতজ্ঞ। কারণ একটু কান্না দিয়ে, একটুকরো হাসি দিয়ে আমাকে সে নিয়ে যায় দূর অতীতে আমার ধূসর শৈশবে, আমার নিষ্পাপ হাসি-কান্নার কাছে। মায়ের কোলে যখন একটি শিশুকে দেখি, আমার তখন মনে পড়ে না, আমিও একদিন এমন করে আমার মায়ের কোলে ছিলাম, কিন্তু বিশ্বাস হয়। তখন ভালো লাগে, আর মনে হয়, আমি আবার ফিরে যেতে পারি আমার মায়ের কোলে, মায়ের সেবা করে। একটি শিশুর মুখে যখন মন কেড়ে নেয়া হাসি ফোটে, আমার তখন মনে পড়ে না, একদিন আমারও মুখে এমন হাসি ফুটেছিলো, কিন্তু বিশ্বাস হয়। তখন ভালো লাগে, আর মনে হয়, আমি আবার ফিরে যেতে পারি আমার শৈশবের এই হাসিটুকুর কাছে, আমার মায়ের মুখে হাসি ফুটিয়ে। যখন কোন শিশুর মন উতাল করা কান্না শুনি, আমার মনে পড়ে না, এমন কান্না একদিন আমারও ছিলো, তবে বিশ্বাস হয়। তখন ভালো লাগে, আর মনে হয়, শৈশবের এই কান্নাটুকুর কাছে আমি আবার ফিরে যেতে পারি, আমার মায়ের চোখ থেকে পানি মুছে দিয়ে। আমার চারপাশে ফুলের মত সুন্দর ও নিষ্পাপ এই শিশুরা আছে বলেই আমার শৈশব আমার কাছে জীবন্ত আছে এবং এখনো আমি অনুভব করতে পারি, আমার মায়ের কোলের উষ্ণতা! একটি ফুল অনেক কিছু এবং অনেক কিছু একটি সবুজ পাতা, যদি তুমি যেতে পারো ফুলের সান্নিধ্যে এবং গ্রহণ করতে পারো সবুজ পাতার ছোঁয়া। একটি ফুল অনেক কিছু এবং অনেক কিছু একটি সবুজ পাতা, যদি তুমি বুঝতে পারো ফুলের শিক্ষা এবং সবুজ পাতার বার্তা। একটি ফুল অনেক কিছু এবং অনেক কিছু একটি সবুজ পাতা, যদি ফুলের পাপড়ি থেকে তোমার জীবনে আসে কিছু সুবাস এবং পাতার সবুজ থেকে কিছু সজীবতা। জীবন যদি হয় ফুলের মত সুবাসিত এবং সবুজ পাতার মত সজীব তাহলে তোমার কাছ থেকেও মানুষ পাবে সুবাস ও সজীবতা।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা