যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

কিশোর পাতা

একটি সুন্দর স্বপ্ন

শেয়ার করুন:     
প্রিন্ট
করুণাময় কতভাবে যে করুণা করেন! যখনই হৃদয় আমার বিষণ্ন হয়, আকাশ থেকে আমার জন্য নেমে আসে কোন না কোন সুন্দর স্বপ্ন। সুন্দর স্বপ্ন দেখে আমি জেগে ওঠি এবং যিনি স্বপ্ন দান করেন তাঁর প্রতি কৃতজ্ঞতায় বিগলিত হই। একটি সুন্দর স্বপ্ন আল্লাহর অনেক বড় দান! সেদিনও হৃদয় আমার বিষণ্ন ছিলো। হৃদয় যখন বিষণ্ন, আমি তখন আকাশের দিকে তাকিয়ে থাকি। হয়ত কিছু দেখি, কিংবা কিছু দেখি না, তবু ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে থাকতে! এর উত্তর আমি দিতে পারবো না, হয়ত দিতে পারে আমার ভিতরের আমি! সেদিন আমি বিষণ্ন ছিলাম এবং বিষণ্ন হৃদয়ের সান্ত্বনা হয়ে আকাশ থেকে একটি স্বপ্ন নেমে এসেছিলো; আমি সুন্দর একটি স্বপ্ন দেখেছিলাম। আব্বু বললেন, স্বপ্নের কথাটি লিখতে। এমনিতে স্বপ্নের কথা বলতে বা লিখতে আমার ভালো লাগে না। ইচ্ছে করে, আমার স্বপ্নকে আমার হৃদয়ের গভীরেই লুকিয়ে রাখি। সেদিন স্বপ্নে দেখি, স্বচ্ছ পানির একটি ঝিল। দু’পাশে সবুজ বন। ঝিলের পানিতে নৌকা ভাসিয়ে কোথায় যেন চলেছি, ভ্রমণে। আম্মু আছেন, আব্বু আছেন, আর আছে একজন মানুষ। যেতে যেতে একসময় দেখি, সবুজ সুন্দর একটি বন। এত সুন্দর বন শুধু স্বপ্নেই হতে পারে! সেই বন থেকে উড়ে এলো আশ্চর্য সুন্দর একটি পাখী। পাখীটির গলায় আছে ঝলমলে গয়না। এত সুন্দর পাখী, আর এত সুন্দর গয়না শুধু স্বপ্নেই হতে পারে। পাখীটি আমাদের মাথার উপর ধীরে ধীরে উড়ছে, আর গান গেয়ে চলেছে। সেকি সুন্দর গান এবং সুন্দর সুর! এমন সুন্দর গান, এমন সুন্দর সুর শুধু স্বপ্নেই হতে পারে। নৌকাটি তীরে ভিড়লো। আমি এবং সেই মানুষটি তীরে নামলাম। ধীরে ধীরে আমরা সবুজ সুন্দর বনটির ভিতরে গেলাম। এমন সবুজ! এমন ছায়া! আমাদের খুব ভালো লাগলো। আমরা অনেক্ষণ বনের ভিতরে ঘুরে বেড়ালাম। পাখীটিও মাথার উপর উড়ে উড়ে আমাদের সঙ্গে থাকলো। পাখীটির গানের সুরে তন্ময় হয়ে আমি যেন সবুজ বনে হারিয়ে গেলাম। মনে হলো, পাখীটি আমারই জন্য গাইছে এ গান। ইচ্ছে হলো, দু’টি ডানা হলে আমিও পাখীটির সঙ্গে উড়ে বেড়াই! পাখীদের ডানা আছে, কী ক্ষতি ছিলো আমাদেরও যদি দু’টি ডানা হতো! একসময় আমরা ফিরে এলাম নৌকায়। পাখীটি তখনো আমাদের মাথার উপর এবং তখনো আছে সেই গানের সুর। স্বপ্নেই আমার মনে হলো, এটা ভাগ্যের পাখী! আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন আমাকে আমার সৌভাগ্যের গান গেয়ে শুনাতে! নৌকা চলছে। চলতে চলতে আমার ঘুম ভেঙ্গে গেলো এবং মনে হলো স্বপ্নের পাখীটি যেন আছে এখনো আমার খুব কাছে কোথাও! এখানো ভেসে আসছে সেই গানের সুর! আমি কোনদিন পাবো স্বপ্নের পাখীটির দেখা! শুনতে পাবো সেই মধুর সুরে সেই মধুর গান!
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা