মুহররম ১৪৩২ হি: (১৮)

কিশোর পাতা

তুমি কী করতে পারো তোমার জীবন-উদ্যানে যদি বসন্ত না আসে?

শেয়ার করুন:     
প্রিন্ট
তুমি কী করতে পারো তোমার জীবন-উদ্যানে যদি বসন- না আসে? যদি কলি না আসে, ফুল না ফোটে? তুমি কী করতে পারো যদি তোমার জীবন-উদ্যানে ঝড় আসে? যদি সবকিছু উজাড় হয়ে যায়? গাছের ডালগুলো ভেঙ্গে যায়, শিকড় উপড়ে যায়, গাছগুলো পড়ে যায়? তুমি কী করতে পারো জীবনটা তোমার যদি মরুভূমি হয়ে যায়? বালুঝড়ে সবকিছু যদি ঢেকে যায়, চারদিক অন্ধকার হয়ে যায়? হতাশায় ভেঙ্গে পড়বে? ভাগ্যকে দোষ দিয়ে হাল ছেড়ে দেবে? না, তা করো না। মুমিনের জন্য তা শোভা পায় না। তুমি আবার নতুন করে শুরু করো এবং শক্তভাবে আঁকড়ে ধরো আল্লাহ রহমতের রজ্জু।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা