মুহাররম ১৪৪৫ হিঃ

কিশোর পাতা

নিঝুম রাতের কথা!

শেয়ার করুন:     
প্রিন্ট

বৃহস্পতিবারের রাতটি আমার খুব ভালো লাগে। সারা সপ্তাহের পড়ার ক্লান্তি থেকে একটু যে হাঁফ ছেড়ে বাঁচা যায়। তাই রোযনামচা লেখার স্বাদটাও একটু ভিন্নভাবে উপভোগ করা যায়। এখন নিঝুম মধ্যরাত। কোথাও কোন সাড়াশব্দ নেই। বাতিগুলোও সব নেভানো। সবাই গভীর নিদ্রায় বিভোর, বৃহস্পতিবারের আয়েসী নিদ্রা! মসজিদের চত্বরে একটি বাতির আলোতে বসে রোযনামচা লিখছি। পুরো মসজিদে আমি ছাড়া আর কেউ নাই, আমি ছাড়া আর কিছু নেই। মসজিদের পাশে যে রাস্তাটি তাতেও গাড়ী চলাচলের আওয়ায। মধ্যরাতের এই নিঝুমতা আমার খুব ভালো লাগে।উপরের আকাশের দিকে তাকালাম। শীতের রাত, কুয়াসা আছে, তবু জ্বলজ্বল তারাগুলো বেশ দেখা যায়। কিন্তু শীতের ঝাপটায় কাবু হয়ে কামরা ফিরে এলাম এবং...

আশরাফ আলী, দারুল উলূম, চেরাগ আলী, টঙ্গী, ঢাকা

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা