মুহাররম ১৪৪৫ হিঃ

কিশোর পাতা

প্রকৃতরি মাঝে আমি

শেয়ার করুন:     
প্রিন্ট

বিরতিতে গ্রামের বাড়িতে এসেছি। গ্রামের শান্ত পরিবেশ আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে হাঁটতে বের হই, কখনো সকালে, কখনো বিকালে। সুন্দর নির্জন পরিবেশ। কোন কোলাহল যেমন নেই, তেমনি নেই ধূলো-ধোঁয়ার কষ্ট। প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া এখানে কত সহজ!

গতকাল বের হয়েছিলাম ভোরবেলা, আজ বের হলাম সন্ধ্যাবেলা। প্রকৃতির দুই সময়ের চিত্র আলাদা, তবে দু’টোই উপভোগ করার মত।ভোরের বাতাসটা, একটু যেন শীতল, একটু যেন বেশী সুখস্পর্শ দেয়। ভোরের রাঙ্গা সূর্যের আলোতে সবুজ যেন আরো সতেজ! তাতে যেন প্রাণের আহ্বান!সন্ধ্যার বাতাসে কী যেন নেই! কি যেন নেই!  তবু যেন গাছের পাতাগুলোর মধ্যে শোনা যায় ‘ওপারের’ সুর! সূর্যের অস্তকালে বিষণ্নতা যেন ছড়িয়ে থাকে সবকিছুতে, সবকিছুর মাঝে! ভোরের প্রকৃতি আমাকে যেন বলে, উদ্যমী হও। সন্ধ্যার প্রকৃতি যেন বলে, সবকিছু গুটিয়ে প্রস্তুত হও।

মাহমূদুল হাসান বিন আব্দুল কুদ্দূল/মাদরাসাতুল মাদীনাহ

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা