রজব ১৪৩০ হিঃ (১২)

কাশগর ও কায়রো

কাশ্মীর সম্পর্কে তিনি কিছু বলবেন না

শেয়ার করুন:     
প্রিন্ট

মার্কিন প্রেসিডেন্ট ওবামা কায়রোতে মুসলিম বিশ্বের উদ্দেশ্যে ভাষণ দেয়ার কয়েক দিন পর এক সাক্ষাৎকারে বলেছেন, কাশ্মীর ইস্যুতে আমেরিকার মধ্যস্থতা করার কিছু নেই; এটা আমাদের জন্য যথাযথ হবে বলেও আমি মনে করি না। বরং ভারত ও পকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনের জন্য সংলাপই হচ্ছে সর্বোত্তম উপায়। জনৈক পাকিস্তানী সাংবাদিক, কাশ্মীর প্রশ্নে ওবামাপ্রশাসন নীরব কেন, জানতে চাইলে জবাবে তিনি উপরোক্ত মন্তব্য করে বলেন, আমি মনে করি না যে আমরা এ বিষয়ে নীরব, তবে উভয় দেশ যুক্তরাষ্ট্রের মহান বন্ধু, আর বন্ধুদের মধ্যে সংঘাত দেখলে আমাদের দুঃখ হয়। তিনি আরো বলেন, আমার ধারণা শুধু কাশ্মীর ইস্যু নয়, আরো কিছু বিষয়েও ভারত-পাকিস্তান সংলাপ অনুষ্ঠিত হতে পারে। তাতে উভয় দেশ উপকৃত হবে। প্রেসিডেন্ট ওবামা ভারত ও পাকিস্তানকে সংলাপের জন্য আহ্বান জানাবেন কি না, প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা কী করবে এবং কীভাবে তাদের মতপার্থক্য দূর করবে তা আমরা বলে দিতে পারি না, তবে আগেও বলেছি যে, আমার ধারণা, এটা করলে সমগ্র দক্ষিণ এশিয়া উপকৃত হবে। আরব-ইসরাইল সংকটে কেন যুক্তরাষ্ট্রের উপস্থিতি জরুরি এবং ভারত-পাকিস্তান সংকটে কেন জরুরি নয়, সে পার্থক্য-রহস্যটি অবশ্য তিনি উন্মোচন করতে সম্মত হননি। অথচ উভয় ক্ষেত্রে সমস্যার মূল হচ্ছে জাতিসঙ্ঘপ্রস্তাব কার্যকর না করা এবং উভয়ক্ষেত্রেই উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের বন্ধু। কোন কোন বিশ্লেষক মনে করেন, যে কোন ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপ করার মানদণ্ড হলো সেখানে আমেরিকার স্বার্থ থাকা।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা