রমযান ১৪৩০ হিঃ (১৩)

কাশগর ও কায়রো

ইরাকের কাছে কোন চাওয়া-পাওয়া নেই

শেয়ার করুন:     
প্রিন্ট

মার্কিন প্রেসিডেন্ট বারাক ‘হোসেন’ ওবামা বলেছেন, ইরাকের কাছে তার দেশের কোন চাওয়া-পাওয়া নেই। ওয়াশিংটনে ইরাকী প্রধানমন্ত্রী নূরী আল-মালিকীর সাথে এক বৈঠকের পর তিনি একথা বলেন। ওবামা আরো বলেন, যুক্তরাষ্ট্র অবশ্যই তার দেয়া প্রতিশ্রুতি অনুসারে ২০১১ সালের মধ্যে ইরাক থেকে সম্পূর্ণরূপে সৈন্য প্রত্যাহার সম্পন্ন করবে। ইরাকের মাটি কিংবা সম্পদের উপর আমাদের কোন দাবী নেই। এটা হলো ২৪ জুলাই-এর খবর। পঁচিশে জুলাই ‘স্বাধীন স্বার্বভৌম’ ইরাকের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমনী্ত্র নূর মালিকী সাহেব কিন্তু বলেছেন ভিন্ন কথা। তিনি যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব পিস-এ বলেন, দ্বিপক্ষীয় চুক্তির আওয়তায় নির্ধারিত সময়সীমা ১১সালের পরেও ইরাকে মার্কিন সৈন্য থাকতে হতে পারে। কারণ ইরাকী বাহিনীর আরো প্রশিক্ষণ ও সহায়তার প্রয়োজন হলে আমরা তখন বিষয়টি পরীক্ষা করে দেখবো। আর আমি নিশ্চিত যে, এরকম সহযোগিতার আকাঙ্ক্ষা উভয় পক্ষের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। মালিকীর মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি তার দেশের প্রয়োজনের কথা বলতেই পারেন, আমি শুধু আমাদের প্রতিশ্রুতি পালনের কথা বলেছি। ইরাকে আমাকে আত্যত্যাগের পরিমাণ বিপুল। আমরা এখন তা থেকে বেরিয়ে আসতে চাই। সাধু! সুতরাং মুসলিম বিশ্বে যারা ওবামাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন তারা নতুন করে হিসাবের খাতা খুলতে পারেন। আমরা অবশ্য আগে থেকেই দেখতে পেয়েছি যে, সবকিছু আমেরিকার পরিকল্পনা অনুসারেই চলছে। তবে আমাদের কথা হলো, ফলাফল সর্বশক্তিমান আল্লাহর হাতে, আর আমাদের ফরিয়াদও আল্লাহর কাছে। তিনি কিছু সময় ছাড় দেন, তবে কখনো ছেড়ে দেন না। রাশিয়া কি ছাড়া পেয়েছিলো!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা