যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

তোমাদের পাতা

তোমাকে

শেয়ার করুন:     
প্রিন্ট

তোমাকে বলার জন্য আমার বুকে ছিলো অনেক কথা। মুখের কথা হতে পারে সবার জন্য, তাই তা বলা যায় আপন পর সবাইকে, কিন্তু বুকের কথা! তা সঞ্চিত থাকে শুধু একজনের জন্য। তাই বুকের কথা শুধু বলা যায় তাকে, যার ছবি অঙ্কিত থাকে হৃদয়ের গভীরে। আমার বুকের সব কথা সঞ্চিত শুধু তোমার জন্য। কত আশা ছিলো, দুরুদুরু বুকে একদিন গিয়ে দাঁড়াবো তোমার দুয়ারে! বলবো তোমাকে আমার বুকের সঞ্চিত সবকথা; সুখের কথা, দুঃখের কথা; আনন্দের কথা, বেদনার কথা; স্বপ্নের কথা এবং স্বপ্নভঙ্গের কথা! কিন্ত তার আগে... বিশ্বাস ছিলো, তুমি বোঝবে আমার মনের কথা, আমার বুকের ব্যথা। তুমি বোঝবে আমার স্বপ্নের আনন্দ, আমার স্বপ্নভঙ্গের বেদনা। মনের কথা সবাই তো শোনে না, শুনতে চায় না, বুকের ব্যথা সবাই তো বোঝে না, বুঝতে চায় না। স্বপ্নের আনন্দ এবং স্বপ্নভঙ্গের বেদনা সবাই কি অনুভব করে, করতে পারে! তোমার মত হৃদয় কি সবার আছে! বিশ্বাস ছিলো, তুমি বোঝবে, তাই বলতে চেয়েছিলাম তোমাকে বুকের দুয়ার খুলে। কিন্তু তার আগে... ঝড় উঠলো! তুফান এলো! আমার পৃথিবীটা আঁধারে ডুবে গেলো! নিয়তির নির্মমতা তোমাকে নিয়ে গেলো আমার থেকে দূরে, বহু দূরে!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা