যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

তোমাদের পাতা

চলার পথের আলো

লিখেছেনঃ আতীক হাসান. রঘুর গাঁতী

শেয়ার করুন:     
প্রিন্ট
এখন পুষ্প আমার চলার পথের আলো। যখন পুষ্প ছিলো না, তখন আমি মাতৃভাষা ও সাহিত্যচর্চার কোন পথ খুঁজে পাচ্ছিলাম না। শুধু কামনা করেছি একটি নিশ্চিন্ত অবলম্বনের, যা আমাকে হাত ধরে ধরে সাহিত্যের পথে হাঁটতে শেখাবে; একজন দরদী বন্ধুর, যিনি আমাকে বলে দেবেন, ওদিকে নয়, এদিকে চলো; ওভাবে নয়, এভাবে চলো। একদিন হঠাৎ করেই পরিচয় হলো প্রিয় পুষ্পের সঙ্গে আমার। পরিচয় হওয়ার কোন সূত্র ছিলো না। বলতে হয়, আল্লাহ দয়া করে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পুষ্পের লেখা পড়ে, পুষ্পের ঘ্রাণ নিয়ে আমার অন্তর স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলো, এই তো আমার নিশ্চিত অবলম্বন, যার প্রতীক্ষায় আমি ছিলাম! ইনিই আমার দরদী বন্ধু, যার হাত ধরার জন্য আমি ব্যাকুল ছিলাম! এখন আমার পথ আলেকিত এবং মানযিল সুস্পষ্ট। আল্লাহর শোকর।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা