যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

তোমাদের পাতা

তুমি ফুল, আমি কাঁটা!

লিখেছেনঃ নাসীরুদ্দীন, যাহিদ

শেয়ার করুন:     
প্রিন্ট
তুমি ফুল, আমি কাঁটা। তুমি সুবাস ছড়াও, আমি রক্ত ঝরাই। মানুষ তোমাকে তুলে নেয়, আমাকে নিক্ষেপ করে। তাতে আমার দুঃখ নেই; বাগানে তো আছি তোমার সঙ্গে! মানুষ তোমাকে ভালোবাসে, আমিও বাসি। মানুষের ভালোবাসা তোমার সৌন্দর্য ও সুবাসের জন্য; আমার ভালোবাসা তোমার কোমল হৃদয়ের জন্য! কেউ জানে না, আমি জানি, তুমি ফুল, তোমার হৃদয় আছে! তাই তো কাঁটা বলে আমাকে তুমি অবজ্ঞা করোনি এবং তোমার সুরভিত সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করোনি। আমি কাঁটা, তাই রক্ত ঝরাই; তবে রক্ত ঝরিয়ে আনন্দিত হই না, ব্যথিত হই, আর আশা করি, তোমার সঙ্গগুণে হয়ত একদিন কাঁটা থেকে আমিও হয়ে যাবো ফুল! তত দিন হে ফুল, আমাকে তুমি দান করো তোমার সঙ্গটুকু।
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা