যিলক্বদ ১৪৩০হিঃ (১৪)

তোমাদের পাতা

একটি জানাযায় দাঁড়িয়ে

লিখেছেনঃ ইসমাঈল হোসাইন, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা

শেয়ার করুন:     
প্রিন্ট
মাগরিবের পর ঘোষণা হলো, ‘সুন্নতের পর জানাযা আছে।’ যখনই কোন জানাযার ঘোষণা শুনি, মনটা আমার বড় বিষণ্ন হয়ে ওঠে। একদিন তো আমারও সম্পর্কে কোন এক নামাযের পর ঘোষণা হবে, ‘জানাযা আছে!’ সুন্নাত থেকে ফারিগ হয়ে জানাযার কাতারে দাঁড়ালাম। জানি না আল্লাহর কোন্‌ বান্দার জানাযা। ক্ষণস্থায়ী জীবনের সফর শেষে এখন সাদা কাফনে সোজা হয়ে শুয়ে আছেন কবরে যাওয়ার বাহনে। গতকালও তিনি ছিলেন পৃথিবীর চলন্ত পথের ব্যস্ত পথিক; আজ তিনি এক অনন্ত যাত্রার নিশ্চল যাত্রী। একটু পরেই কাঁধে বহন করে তাকে রেখে আসা হবে কবরের ঘরে। দু’দিন আগেও তিনি ভোগ করেছেন পৃথিবীর আলো-বাতাস; চারপাশে ছিলো কত আপনজন; রাত যাপন করেছেন নরম বিছানায় সুখের নিদ্রায়, এখন থেকে তিনি হবেন নির্জন কবরের বাসিন্দা! ভাবনার তন্ময়তার মধ্যেই শুরু হলো জানাযা, যেন আমার নিজেরই জানাযা! ‘আল্লাহু আকবার’!
শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা