সফর ১৪৩১ হি:(১৫)

তোমাদের পাতা

তোমাকে

শেয়ার করুন:     
প্রিন্ট

তোমাকে বলেছিলাম আমার মনের কথাগুলো, কিন্তু তুমি ব্যস্ত ছিলে অন্য কোন চিন্তায়, তাই শুনতে পাওনি আমার কথা। কেন এমন হয়? মনের মানুষকে আমরা মনের কথা বলতে চাই, কিন্তু কোথায় যেন একটু ভুল হয়ে যায়! মনের মানুষের কাছে হয়ত আমরা মনের মানুষ হতে পারি না!

আমার বড় দেখতে ইচ্ছে করে, কার ছবি অাঁকা তোমার মনের পাতায়! আমার যে নয় তা তো জানি, কিন্তু কার! কে সেই ভাগ্যবান! মনের ভিতরে উঁকি দেয়ার যদি কোন উপায় থাকতো! আহ, যদি দেখতে পেতাম! না আমি তাকে ঈর্ষা করবো না। আমি শুধু চেষ্টা করবো তার মত হতে!

আচ্ছা, কেউ কি আছে, যে আমাকে ভালোবাসে এবং আমার ভালোবাসা পেতে চায়?! কেউ কি আছে যে, আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি শুনতে পাই না তার কথা, কারণ আমি মগ্ন অন্য  কোন চিন্তায়, অন্য কারো ভাবনায়?!

কেউ কি বলছে আমাকে কানে কানে, তোমার মনের পাতায় শুধু আমার ছবি অাঁকো, তুমি শুধু আমাকে ভালোবাসো?! তোমার মনের কথা শুধু আমাকে বলো, আমি তোমার কথা শোনবো।

কে তুমি? কোথায় তুমি? আড়াল থেকেই না হয়  বলো, ‘এই যে আমি!’

তোমার জন্য সবকিছু আমি ভুলে যাবো, মনের পাতা থেকে সব ছবি মুছে ফেলবো, আমি শুধু তোমাকে ...।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা