সফর ১৪৩১ হি:(১৫)

তোমাদের পাতা

তাঁকে

শেয়ার করুন:     
প্রিন্ট

আকাশে চাঁদ দেখেছি এবং চাঁদের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। আকাশে তারার মেলা দেখেছি এবং তারার ঝিলিমিলিতে মুগ্ধ হয়েছি। সাঝের বেলা জোনাকির আলোকসজ্জা দেখেছি এবং মুগ্ধ হয়েছি, কিন্তু তাঁকে দেখতে পেলাম না এবং তাঁর সৌন্দর্যের আভাস পেলাম না।

গাছে ফুল দেখেছি, ফল দেখেছি। ফুলের বর্ণে ও সুবাসে এবং ফলের বিচিত্র স্বাদে-রসে আপ্লুত হয়েছি। সবুজ মাঠে সোনালী ফসল দেখেছি এবং অভিভূত হয়েছি, কিন্তু তাঁকে দেখতে পেলাম না এবং তাঁর সৌন্দর্যের আভাস পেলাম না। কারণ আমি দেখেছি শুধু বাইরের দু’টি চোখের দৃষ্টিতে! আমার ভিতরের চোখ দু’টি ছিলো বন্ধ! কবে দূর হবে ভিতরের অন্ধত্ব! কবে খুঁজে পাবো তাঁকে এবং দেখতে পাবো তাঁর সৌন্দর্যের আভাস!

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা