সফর ১৪৩১ হি:(১৫)

তোমাদের পাতা

জীবন স্বপ্নে এবং বাস্তবতায়

লিখেছেনঃ জুমান্না আরবীন, পুষ্প/ মুরাদনগর, পাহাড়পুর, কুমিল্লা

শেয়ার করুন:     
প্রিন্ট

একসময় জীবনকে মনে বহতা নদী। ইচ্ছে হতো সেই নদীর জন্য গান গাই, কবিতা লিখি। এখন মনে হয় জীবন একটি বদ্ধ জলাশয়, মৃত্যু পর্যন্ত এখানেই আমাকে আবদ্ধ থাকতে হবে, এখান থেকে আমার মুক্তি নেই।

একসময় জীবনকে মনে হতো অনেক রঙ্গীন। মনে হতো জীবন যেন লাল, নীল ও সবুজের মেলা। জীবনের স্বপ্নগুলো যেন নীল আকাশে ডানা মেলে উড়ে যাওয়া শুভ্র বলাকা। এখন জীবনকে মনে হয় একেবারে বর্ণহীন। জীবন যেন বিগত বসন্তের ঝরে যাওয়া শুকনো পাতা, আর জীবনের স্বপ্নগুলো যেন ডানাভাঙ্গা পাখী।

কারণ জীবনকে তখন দেখেছিলাম কল্পনার চোখে, এখন দেখি বাস্তবতার আয়নায়। কল্পনা, আর

বাস্তবতা, দু’য়ের মাঝে কী দুস্তর ব্যবধান!

আসলে জীবন কখনো বহতা নদী, কখনো শুকিয়ে যাওয়া নদী। জীবনে কখনো থাকে আলো, কখনো অন্ধকার। জীবনের আকাশ কখনো স্বচ্ছ নীল, কখনো মেঘাচ্ছন্ন। জীবনের পথ কখনো সরল, সমতল; কখনো আঁকা-বাঁকা, উঁচু-নীচু। প্রকৃতির মত জীবনেরও আছে নানা ঋতু, বিভিন্ন রূপ।

তাই জীবনের কোমল-কঠিন দু'টো রূপই আমাকে বরণ করে নিতে হবে হাসিমুখে। জীবনের সরল-সমতল পথে যেমন আমাকে চলতে হবে, তেমনি চলতে হবে জীবনের অাঁকা-বাঁকা ও উঁচু-নীচু পথেও। শুধু দেখতে হবে, জীবনের লক্ষ্য থেকে যেন বিচ্যুতি না ঘটে কখনো। আমাকে যিনি জীবন দান করেছেন এবং দান করেছেন জীবনের পথে চলার শক্তি তাঁকে যেন বিস্মৃত না হই কখনো।

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা