সফর ১৪৩১ হি:(১৫)

তোমাদের পাতা

আকাশ থেকে পেতে চাই।

লিখেছেনঃ আবু নাঈম ফায়ুল্লাহ / মাখাযানুল উলূম, মোমেনশাহী

শেয়ার করুন:     
প্রিন্ট

 

আকাশের সঙ্গে মানুষের সম্পর্ক কী? আকাশ কেন এত আকর্ষণ করে মানুষকে? দিনের আকাশে আছে উজ্জ্বল সূর্য, রাতের আকাশে লক্ষ তারার মেলা। আকাশ নিয়ে মানুষের ভাবনা সেই প্রাচীন কাল থেকে। মানুষ যখন গুহায় বাস করে তখনো সে অবাক চোখে তাকিয়ে থাকতো আকাশের দিকে। আজকের বিজ্ঞানমনস্ক মানুষও আকাশ দেখে দূরবীন চোখে।

আকাশ আমাকেও আকর্ষণ করে, আমিও অবাক চোখে দেখি কখনো দিনের আকাশ, কখনো রাতের আকাশ। ভোরের রাঙ্গা আকাশ এবং সন্ধ্যার বিষণ্ণ আকাশ যেমন আমাকে মুগ্ধ করে তেমনি মুগ্ধ করে পূর্ণিমার জোসনা ধোয়া আকাশ এবং অমাবশ্যার তারাভরা আকাশ। দূরের আকাশকে এত আপন মনে হয় যে, একসময় ভুলে যাই আমার ও আকাশের মাঝে দূরত্বের কথা। গুহাযুগের মানুষ আকাশের কাছে কী চাইতো, এখন আধুনিক মানুষ কী চায়, জানি না। আমি আকাশ থেকে পেতে চাই একটু উদারতা ও স্বচ্ছতা। এই আকাশের মত একটি আকাশ আছে আমার হৃদয়ে। সেই আকাশটা যেন হয় এমন বিশাল, উদার ও স্বচ্ছ।

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা