সফর ১৪৩১ হি:(১৫)

তোমাদের পাতা

একটি বসন্তের প্রতীক্ষায়

শেয়ার করুন:     
প্রিন্ট

 

 প্রতিটি মানুষের বুকে রয়েছে একটি হৃদয়। সেই হৃদয়ে রয়েছে একটি উদ্যান। যার হৃদয়ের উদ্যানে বসন্তের আগমন ঘটে সে বড় ভাগ্যবান। বসন্তের পরশে তার হৃদয়-উদ্যানে প্রস্ফুটিত হয় স্বপ্নের অসংখ্য ফুল। সেই স্বপ্ন-ফুলের সুবাসে জীবন এবং জীবনের সঙ্গে জড়িয়ে আছে যা কিছু সব হয়ে যায় সুবাসিত।

প্রকৃতির মত হৃদয়-উদ্যানের বসন্তও চিরকালীন নয়। হৃদয়-উদ্যানেও আসে শরৎ ও হেমন্ত। সবুজ বৃক্ষগুলো তখন শুকিয়ে যায়। পাতাগুলো ঝরে যায়। কেউ জানে না, তার হৃদয়-উদ্যানে আবার কবে আসবে বসন্ত! সবুজ-সজীব বৃক্ষশাখায় কবে ফোটবে স্বপ্নের ফুল!

আমার হৃদয়-উদ্যানে কখনো আসেনি বসন্ত, তবু আমি বেঁচে আছি শরতের নির্জীবতায় একটি সুরভিত

বসন্তের প্রতীক্ষায়।

 

শেয়ার করুন:     
প্রিন্ট

অন্যান্য লেখা